সাংবাদিক মাসুদ কামাল নিজেকে বড় আওয়ামী লীগ বলে দাবি করেননি

সম্প্রতি, ‘আমি তাদের চেয়েও বড় আওয়ামী লীগ’ শীর্ষক একটি মন্তব্যকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের নিজের বিষয়ে করা মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাসুদ কামাল নিজের বিষয়ে কিংবা নিজেকে আওয়ামীলীগার দাবি করে ‘আমি তাদের চেয়েও বড় আওয়ামী লীগ’ শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তাঁর করা মন্তব্যকে তার নিজের বিষয়ে করা মন্তব্য দাবিতে ফেসবুকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশটিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ এপ্রিল ‘যারা নৌকা মার্কা নিয়ে জিতছে, আমি তাদের চেয়েও বড় আ. লীগ: মাসুদ কামাল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: Desh TV News

উক্ত ভিডিওটিতে মাসুদ কামালকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে কথা বলতে দেখা যায়। আলোচনার একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন, “তারা প্রমাণ করার চেষ্টা করলো- যারা নৌকা মার্কা নিয়ে জিতেছে, আমি তাদের চেয়েও বড় আওয়ামী লীগ।”

মূলত, তিনি বুঝিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন তারা নিজেদের আরও বড় আওয়ামী লীগ হিসেবে প্রমাণের চেষ্টা করছেন। এ সময় তিনি উদাহরণস্বরূপ- স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত নারী আসনের মনোনয়নের ভারও তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর দিয়েছিলেন বলে উল্লেখ করেন।

অর্থাৎ, মাসুদ কামাল নিজেকে আওয়ামী লীগ দাবি করে ‘আমি তাদের চেয়েও বড় আওয়ামী লীগ’ শীর্ষক কোনো মন্তব্য করেননি।

সুতরাং, মাসুদ কামাল নিজের বিষয়ে ‘আমি তাদের চেয়েও বড় আওয়ামী লীগ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img