টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এককভাবে প্রথম হয়নি

সম্প্রতি,“যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৫-এ দেশসেরা হিসেবে জায়গা করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে আছে বিশ্ববিদ্যালয়টি” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। পাশাপাশি, এর সাথে কিছু গণমাধ্যমে আরেকটি তথ্যও প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আছে ৮ম স্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ১১তম স্থানে।

উক্ত উভয় দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রতিবেদন দেখুন নিউজ২৪, ডিবিসি নিউজ, প্রথম আলো, কালের কণ্ঠ, যায়যায়দিন, মানবকণ্ঠ, ভয়েস বিডি নিউজলোকসমাজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এককভাবে প্রথম হয়েছে দাবিতে প্রচারিত সংবাদ প্রতিবেদন দেখুন সময় নিউজ, কালবেলা, আজকের পত্রিকা, দ্য ডেইলি ক্যাম্পাস, বাংলাদেশ জার্নালবাংলা পত্র

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এককভাবে প্রথম হয়েছে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৮ম হয়েছে দাবিতে প্রচারিত প্রতিবেদন বাংলাভিশন

ব্র্যাক ইউনিভার্সিটি আছে ৮ম স্থানে শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদ প্রতিবেদন দেখুন ইনকিলাব, ঢাকা পোস্ট

উল্লেখ্য, এ বিষয়ের সংবাদ প্রতিবেদনে উপরোল্লিখিত দাবিগুলোর পাশাপাশি উল্লিখিত সংবাদমাধ্যমগুলোর মধ্যে অনেকেই দাবি প্রচার করেছে যে, গত বছরের টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছিল প্রথম অবস্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল দ্বিতীয়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,  টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২৫ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এককভাবে প্রথম স্থান অর্জন করেনি। র‍্যাংকিংয়ে ৮০১-১০০০ এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নাম ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে থাকায় তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম আগে এবং এই ব্যান্ডের বাকী বিশ্ববিদ্যালয়ের নাম পরে এসেছে। প্রকৃতপক্ষে, র‍্যাংকিংয়ে নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ের নাম আগে বা পরে থাকা মানে র‌্যাংক আগে বা পরে নয়। বরং, একই ব্যান্ডের পাঁচটি বিশ্ববিদ্যালয়ই (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়) যৌথভাবে প্রথম স্থানে রয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি  র‍্যাংকিংস ২০২৫

অনুসন্ধানে দেখা যায়, গত ০৯ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২৫ প্রকাশ করে। এই র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘৮০১-১০০০’ ক্রমের মধ্যে ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার এডুকেশন ৫ টি সূচক যথাক্রমে টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি, ইন্টারন্যাশনাল আউটলুকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং করে থাকে। 

Screenshot : Times Higher Education

উক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্কোর বিশ্লেষণ করে দেখা যায়, এই পাঁচটি সূচকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কোর যথাক্রমে ২৪.৬, ৯.১, ৭৭.৩, ১৬.৭ ও ৫১.৮।

তারপরেই থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কোর যথাক্রমে ১২.১, ১১.৫, ৮২.৬, ১৮.৯ ও ৬৫.২।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে ২৫.৪, ৯.৭, ৭৫.৪, ১৯.৩ ও ৪৯.৫।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে ১৫.৪, ১০.৪, ৭৫.৮, ১৮.৮ ও ৪৭.৮।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে ১৪.৮, ১০.৭, ৮০.৩, ২৪.৩ ও ৪৫.৯।

সবার মোট স্কোর ৩৪.৫ থেকে ৩৮.১ এর মধ্যে। অর্থাৎ ভিন্ন ভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর স্কোর আলাদা হলেও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোর একই।

সবক্ষেত্রে নাম প্রথমে থাকা মানেই র‍্যাংকিংয়ে প্রথম নয়

টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাংকিং প্রকাশের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করার আলোচিত দাবিটির প্রেক্ষাপটে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে টাইমস হায়ার এডুকেশনের কর্পোরেট কমিউনিকেশনের ডিরেক্টর Claire Baumforth এর সাথে। 

তিনি জানান, র‍্যাংকিংয়ে স্থান পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের মধ্যে যৌথভাবে প্রথম স্থানে আছে। ৮০১-১০০০ ব্যান্ডে থাকা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নামের আদ্যাক্ষর অনুসারে স্থান দেওয়া হয়েছে। যখন ক্রম সংখ্যা পর ব্যান্ড অনুযায়ী র‍্যাংকিং প্রকাশ করা হয়, তখন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নামের আদ্যাক্ষর অনুসারে স্থান দেওয়া হয়৷ 

তাছাড়া, তার এই কথাটির সাথে বিশ্ববিদ্যালয়গুলোর ক্রম অবস্থানেরও মিল পাওয়া যায়। যেমন তালিকার মধ্যে সর্বপ্রথমে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শুরু হয় ইংরেজি “B” অক্ষর দিয়ে, তার আগে আর কোনো বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ ব্যান্ডে নেই। তারপর “D” তে ড্যাফোডিল ও এভাবেই ক্রমানুসারে অবস্থান (B,D,J,J,N) দেখা যায়৷ 

উপরিউক্ত তথ্যসমূহ থেকে নিশ্চিত হওয়া যায় যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এককভাবে প্রথম স্থান অর্জন করেনি। বরং ৮০১-১০০০ শ্রেণিতে থাকা বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ই অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সকলেই যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে।

সুনির্দিষ্টভাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮ম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১তম বলার সুযোগ নেই

বেশ কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রকাশিত এই র‌্যাংকিংয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আছে ৮ম অবস্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ১১তম অবস্থানে। 

কিন্তু, এখানেও তালিকাটি নামের আদ্যক্ষর অনুযায়ী করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশি মোট ৭টি বিশ্ববিদ্যালয় ১০০১-১২০০ ব্যান্ডে স্থান পেয়েছে এবং সবার মোট স্কোর ৩০.৭ থেকে ৩৪.৪। 

Screenshot : Times Higher Education

অর্থাৎ, দেখা যাচ্ছে স্কোর অনুযায়ী সবার অবস্থান সমান। কিন্তু, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নামের আদ্যক্ষর (B) ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ ঢাকার নামের আদ্যক্ষর (U) এর চেয়ে আগে হওয়ায় অবস্থান আগে হয়েছে। নতুবা, এই সাতটি বিশ্ববিদ্যালয়েরই মোট স্কোর সমান। সুতরাং, এদের সবার অবস্থানও যৌথভাবে বাংলাদেশের মধ্যে ষষ্ঠ বলা যায়, তবে সুনির্দিষ্টভাবে ৮ম কিংবা ১১তম বলার সুযোগ নেই।

উল্লেখ্য, এ বিষয়ের সংবাদ প্রতিবেদনে উপরোল্লিখিত দাবিগুলোর পাশাপাশি উল্লিখিত সংবাদমাধ্যমগুলোর মধ্যে অনেকেই দাবি প্রচার করেছে যে, গত বছরের টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছিল প্রথম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল দ্বিতীয়। উক্ত দাবিটির বিষয়ে গত বছরই ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রকৃতপক্ষে গতবছরও একইভাবে একই ব্যান্ডে উভয় বিশ্ববিদ্যালয় ছিল অর্থাৎ যৌথভাবে প্রথম অবস্থানে ছিল। তাই, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবস্থান এককভাবে প্রথম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দ্বিতীয় শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।

প্রসঙ্গত, টাইমস হায়ার এডুকেশনের ২০২৩ ও ২০২৪ সালের র‍্যাংকিং প্রকাশের পরও তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে একইভাবে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। যা নিয়ে পরবর্তীতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। 

প্রতিবেদনগুলো দেখুন

সুতরাং, যৌথভাবে উল্লেখ না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং ২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছে এবং ব্র্যাক ও ঢাকা বিশ্ববিদ্যালয় যথাক্রমে ৮ম ও ১১তম স্থানে আছে শীর্ষক দাবিগুলো বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img