সম্প্রতি,“যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৪-এ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
গত ২৭ সেপ্টেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ব্যানার পোস্ট (আর্কাইভ) করে উল্লেখ করা হয়,
‘We are proud to announce that BRAC University has been ranked No. 1 nationally and 801–1000 globally in the Times Higher Education (THE) World University Rankings 2024, announced yesterday.’
অর্থাৎ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৪ এ ব্র্যাক ইউনিভার্সিটি দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং বৈশ্বিকভাবে ৮০১-১০০০ ব্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে।

একই দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে প্রদানকৃত সংবাদ রিলিজের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম আজকের পত্রিকা, প্রথম আলো, যমুনা টিভি, সময় টিভি, চ্যানেল আই, ঢাকা পোস্ট, দ্যা ডেইলি ক্যাম্পাস, যায়যায়দিন, অর্থসূচক, দৈনিক শিক্ষা, বিবার্তা২৪, বাংলাদেশ জার্নাল, ডেইলি ম্যাসেঞ্জার, নয়া শতাব্দী, বাহান্ন নিউজ, সংবাদ প্রকাশ, অর্থ সংবাদ, রাইজিং ক্যাম্পাস, শিক্ষা বার্তা, বহুমাত্রিক, সান বিডি২৪, বিবিএস বাংলা, একাত্তর পোস্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, খুলনা গেজেট, দৈনিক তোলপাড়।

গণমাধ্যমের ফেসবুক পেজ ও বিভিন্ন অ্যাকাউন্টে প্রচারিত এমন কিছু পোস্টের আর্কাইভ দেখুন ১,২,৩,৪,৫,৬,৭।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৪ এ ব্র্যাক বিশ্ববিদ্যালয় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এককভাবে প্রথম স্থান অর্জন করেনি। র্যাংকিংয়ে ৮০১-১০০০ এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নাম ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে থাকায় তালিকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম আগে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরে এসেছে। প্রকৃতপক্ষে, র্যাংকিংয়ে নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ের নাম আগে বা পরে থাকা মানে র্যাংক আগে বা পরে নয়। বরং, একই ব্যান্ডের চারটি বিশ্ববিদ্যালয়ই(ঢাকা, ব্র্যাক, জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ) যৌথভাবে প্রথম স্থানে রয়েছে।
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৪
অনুসন্ধানে দেখা যায়, গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৪ প্রকাশ করে। এই র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘৮০১-১০০০’ ক্রমের মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো ব্র্যাক, ঢাকা, জাহাঙ্গীরনগর ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
টাইমস হায়ার এডুকেশন ৫ টি সূচক যথাক্রমে টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি, ইন্টারন্যাশনাল আউটলুকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং করে থাকে।
উক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্কোর বিশ্লেষণ করে দেখা যায়, এই পাঁচটি সূচকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে ১৪.৮, ১২.৩,৭১.১, ১৫.৭ ও ৪২.২।
তারপরেই থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে ১৭.৫, ১০.০০,৬৮.৮, ১৮.১ ও ৪৮.৫।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে ২৪.১, ৮.৯, ৭১.৯, ১৯.৫ ও ৪৯.৭।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে ১২.৯, ১০.০০, ৭৬.১, ১৫.৮ ও ৪৩.৩।

অর্থাৎ ভিন্ন ভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর স্কোর আলাদা হলেও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোর একই। সবার মোট স্কোর ৩২.৭ থেকে ৩৬.৯ এর মধ্যে।
নাম প্রথমে থাকা মানেই র্যাংকিংয়ে প্রথম নয়
টাইমস হায়ার এডুকেশনের এই র্যাংকিং প্রকাশের পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করার আলোচিত দাবিটির প্রেক্ষাপটে রিউমর স্ক্যানার টিম টাইম হায়ার এডুকেশনের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে।
এ প্রসঙ্গে জানতে রিউমর স্ক্যানার থেকে টাইমস হায়ার এডুকেশনের কমিউনিকেশন্স ম্যানেজার বেন মিলারকে দেওয়া এক মেইলের উত্তরে বিশ্ববিদ্যালয়গুলোর ওভারওল স্কোর উল্লেখ করে তিনি জানান, ‘র্যাংকিংয়ে স্থান পাওয়া ব্র্যাক, ঢাকা, জাহাঙ্গীরনগর ও নর্থ সাউথ সবগুলো বিশ্ববিদ্যালয়ই যৌথভাবে প্রথম স্থানে আছে। ৮০১-১০০০ ব্যান্ডে থাকা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নামের আদ্যাক্ষর অনুসারে স্থান দেওয়া হয়েছে।

পাশাপাশি একই বিষয়ে জানতে টাইমস হায়ার এডুকেশনের ডাটা কালেকশন টিমকেও মেইল দেওয়া হয়। এর উত্তরে ডাটা কালেকশন টিম জানায়, ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাংকিং নয়, ইংরেজি বর্ণের ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। একই ব্যান্ডে থাকা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে অবস্থান একই। এই কারণে বাংলাদেশ থেকে স্থান পাওয়া ব্র্যাক, ঢাকা, জাহাঙ্গীরনগর ও নর্থ সাউথ সবগুলো বিশ্ববিদ্যালয়ই যৌথভাবে প্রথম স্থানে রয়েছে।

এছাড়া ডাটা কালেকশন টিম রিউমর স্ক্যানার সাথে তাদের র্যাংকিং বিষয়ক পদ্ধতিটিও দেখার পরামর্শ দেয়।
এতে দেখা যায়, এই র্যাংকিংয়ে ১ থেকে ২০০ তম পর্যন্ত স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে পৃথক পৃথকভাবে তালিকাভুক্তির বিষয়ে বলা হয়েছে। এর পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোকে ২০১-২৫০, ২৫১-২৫০, ২৫১-৩০০, ৩০১-৩৫০, ৩৫১-৪০০, ৪০১-৫০০, ৫০১-৬০০, ৬০১-৮০০, ৮০১-১০০০, ১০০১-১২০০, ১২০১-১৫০০ ও ১৫০১+ শ্রেণিতে তালিকাভুক্ত করা হয়েছে।
উপরিউক্ত তথ্যসমূহ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এককভাবে প্রথম স্থান অর্জন করেনি। বরং ৮০১-১০০০ শ্রেণিতে থাকা বাংলাদেশের সবগুলো
বিশ্ববিদ্যালয়ই অর্থাৎ ব্র্যাক, ঢাবি, জাবি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সকলেই যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে।
টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে শাবিপ্রবি দেশসেরা নয়
আলোচিত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংটি প্রকাশের পর জাতীয় দৈনিক কালবেলায় ‘টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা শাবিপ্রবি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য শীর্ষস্থানে অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।’
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘এবারের তালিকায় বাংলাদেশের মোট নয়টি ইউনিভার্সিটি স্থান করে নিয়েছে ১৫০০ এর মধ্যে। শাবিপ্রবি এবার প্রথমবারের মতো ১২০০ থেকে ১৫০০ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে।’
তবে অনুসন্ধানে দেখা যায়, টাইমস হায়ারের এই র্যাংকিংয়ে ১০০১-১২০০ ক্রমের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে রয়েছে খুলনা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অর্থাৎ টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে শাবিপ্রবির অবস্থান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ১২০০ থেকে ১৫০০ এর মধ্যে। আবার শাবিপ্রবির এই অবস্থানের পূর্বেও যেহেতু ৮০১-১০০০ এর মধ্যে বাংলাদেশের চারটি, ১০০১-১২০০ এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই র্যাংকিংয়ে শাবিপ্রবিকে আলাদাভাবে দেশসেরা বলার সুযোগ নেই।
মূলত, গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং- ২০২৪’ প্রকাশ করেছে। উক্ত র্যাংকিংয়ে বাংলাদেশের ৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় ৮০১-১০০০ ক্রমের মধ্যে রয়েছে ব্র্যাক, ঢাকা, জাহাঙ্গীরনগর ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে উক্ত র্যাংকিংকে কেন্দ্র করে ‘বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়’ শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে টাইমস হায়ার এডুকেশনের একাধিক কর্মকর্তা রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এককভাবে নয় বরং ঢাকা, জাহাঙ্গীরনগর ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে।
প্রসঙ্গত, টাইমস হায়ার এডুকেশনের ২০২৩ সালের র্যাংকিং প্রকাশের পরও তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে একইভাবে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। যা নিয়ে পরবর্তীতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
প্রতিবেদনগুলো দেখুন
- বিশ্ব র্যাংকিংয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এককভাবে বাংলাদেশে প্রথম হয়নি
- টাইমস র্যাংকিংয়ে নর্থ সাউথ বাংলাদেশে দ্বিতীয় হয়নি, ঢাবির সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছে
অর্থাৎ, যৌথভাবে ১ম উল্লেখ না করে এই তথ্যটি প্রচার করা হলে তা বিভ্রান্তিকর হবে। আর উক্ত বিশ্ববিদ্যালয় চারটির কোনোটি যদি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম বলে নিজেকে দাবি করে সেক্ষেত্রে সেটা ভুল হবে, কারণ সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাংকিংয়ে যৌথভাবে ১ম হওয়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোও রয়েছে।
তথ্যসূত্র
- World University Rankings 2024 (Bangladesh)
- METHODOLOGY FOR OVERALL AND SUBJECT RANKINGS FOR THE TIMES HIGHER EDUCATION WORLD UNIVERSITY RANKINGS 2024
- Statement of The Data Collection Team, THE
- Statement of Communication Manager, THE
হালনাগাদ/ Update
০৩ অক্টোবর, ২০২৩ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়েও কতিপয় গণমাধ্যমে একই দাবি প্রচার করার প্রেক্ষিতে সেসব গণমাধ্যমকেও দাবি হিসেবে প্রতিবেদনে যুক্ত করা হলো।