শুক্রবার, মে 23, 2025

সাম্প্রদায়িক হামলার সংবাদ প্রকাশে গণমাধ্যম বন্ধের হুশিয়ারি দিয়ে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করেননি

গত ১১ আগস্ট আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি, উক্ত ঘটনায় প্রকাশিত একটি গণমাধ্যমের প্রতিবেদনটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে হওয়া সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলাগুলোর সংবাদ গণমাধ্যমে প্রচার করলে মিডিয়া বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

সাম্প্রদায়িক হামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)- এ প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রদায়িক হামলার সংবাদ প্রকাশ করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হুশিয়ারি জানিয়ে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন কোনো মন্তব্য করেননি বরং, কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের সংবাদটি মূলধারার গণমাধ্যমে প্রকাশ না করায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ‘চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।’ শীর্ষক মন্তব্যটি করেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টে ব্যবহৃত দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনটির শিরোনামের সূত্র ধরে গণমাধ্যমটির ওয়েবসাইটে গত ১১ আগস্ট চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা শীর্ষক শিরোনামে প্রচারিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Ittefaq

উক্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ‘মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না। মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি।’ শীর্ষক কথাগুলো বলেন। তার বক্তব্যের কোথাও সাম্প্রদায়িক হামলার সংবাদ প্রকাশ করলে মিডিয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি পাওয়া যায়নি।

পরবর্তীতে আরেক সংবাদমাধ্যম এটিএন নিউজ এর ইউটিউবে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সেদিনের দেওয়া বক্তব্যের ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওতে তাকে টকশোগুলোতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাছাইয়ের বিষয়টি এবং আন্দোলনের সময় মূলধারার গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে কথা বলতে দেখা যায়। মূলত এসব কারণেই তিনি বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দায়িত্ব পরিবর্তন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার স্থলে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। 

সুতরাং, সাম্প্রদায়িক হামলার সংবাদ প্রকাশ করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে শীর্ষক মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img