সম্প্রতি, “সাংবাদিককে থাপ্পড় মারলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক সাংবাদিককে চড় মারার তথ্যটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম এবং থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ভিডিওটি’র শিরোনাম এবং থাম্বনেইলে উল্লেখিত দাবির সাথে ভিডিওটি’র বিস্তারিত অংশের মিল পাওয়া যায়নি।
ভিডিওতে প্রচারিত আলোচিত দাবিগুলো নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবিগুলোর বিষয়ে আরও অনুসন্ধানে ভিডিওটিতে দেখানো ভিডিও ক্লিপগুলোর বিষয়ে আলাদাভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই-১
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে News 24 এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২২ জুলাই “বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন মির্জা ফখরুল ইসলামসহ স্থায়ী কমিটির সদস্যরা ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও থেকে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসা ফিরোজায় সাক্ষাত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
ভিডিও যাচাই-২
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২২ সালের ৩ মে SOMOY TV এর ইউটিউব চ্যানেলে “বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন মির্জা ফখরুল | Khaleda Zia | Mirza Fakhrul | Somoy TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও থেকে জানা যায়, ২০২২ সালের মে মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।
ভিডিও যাচাই-৩
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Maasranga News এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৬ নভেম্বর “কাঁদলেন ফখরুল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও থেকে জানা যায়, ২০১৮ সালে দলীয় প্রধান খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করার প্রেক্ষাপটে আবেগপ্লুত হয়ে কেঁদে ফেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে সংযুক্ত ক্লিপগুলো পুরোনো ও ভিন্ন ঘটনার।
মূলত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত দুইটি পুরোনো ভিডিও প্রতিবেদনের খণ্ডাংশের সাথে ২০১৮ সালের মির্জা ফখরুলের এক সংবাদ সম্মেলনের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের খণ্ডাংশ যুক্ত করে “সাংবাদিককে থাপ্পড় মারলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর” শীর্ষক দাবিতে চটকদার থাম্বনেইল ব্যবহার করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক সাংবাদিককে চড় মারার কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিককে চড় মেরেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।