সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রোগ্রামে বক্তব্য প্রদানের সময় দর্শক-শ্রোতা ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম বক্তব্য প্রদানের সময় দর্শক-শ্রোতাদের ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুলের বক্তব্য প্রদানের একটি ভিডিও ক্লিপের সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত স্লোগানের অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে হুবহু একই ভিডিও পাওয়া না গেলেও বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে গত ২০ এপ্রিল আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল | 20 April 2025 শীর্ষক শিরোনামে প্রচারিত একই প্রোগামেরই ভিন্ন এঙ্গেল থেকে ধারণ করা একটি সরাসরি সম্প্রচারকৃত ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির ৫৬ মিনিট ১৩ সেকেন্ড থেকে ভিডিওটির একদম শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে স্টেজ ছেড়ে চলে যান। কিন্তু এই সময়ের মধ্যে কাউকেই ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দিতে দেখা যায় না। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, আলোচিত ভিডিওটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রদানের কোনো একটি অংশের ফুটেজের সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত স্লোগানের অডিওটি যুক্ত করা হয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, গত ২০ এপ্রিল রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান এর স্মরণে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সেদিন মির্জা ফখরুল ইসলাম বক্তব্য প্রদানের সময় ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য প্রদানের সময় দর্শক-শ্রোতা ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP Facebook Page: আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল | 20 April 2025
- Rumor Scanenr’s Analysis