বঙ্গভবন বা গোপালগঞ্জের নয়, সেনাবাহিনী কর্তৃক লাঠিচার্জের ভিডিওটি মিরপুরের

গত ২২ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচী পালন করে জনতা। এরই প্রেক্ষিতে, সেনাবাহিনী কর্তৃক বঙ্গভবনে জনগণকে লাঠিচার্জের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

বঙ্গভবনের দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এছাড়া, একই ভিডিওটি গত আগস্টে গোপালগঞ্জের দাবিতেও প্রচার করা হয়েছে। গোপালগঞ্জের দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা, সেনাবাহিনী কর্তৃক জনতাকে লাঠিচার্জের ভিডিওটি বঙ্গভবন বা গোপালগঞ্জের নয় বরং, প্রচারিত ভিডিওটি গত আগস্টে ঢাকার মিরপুর-২ এলাকার৷ 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ ভিডিওর এক অংশে একটি দোকানের সাটারের ওপর “আঙ্গিনা মেগা মল” নামক লেখা পরিলক্ষিত হয়। এর সূত্র ধরে জিও লোকেশনে উক্ত মেগা মলটি ঢাকার মিরপুর-২ এ অবস্থিত বলে জানা যায়।

Comparison: Rumor Scanner  

পরবর্তীতে অনুসন্ধানে “Jamuna Tv Memes Club” নামক একটি ফেসবুক পেজে গত ০৫ আগস্ট প্রচারিত একই ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Video Comparison By Rumor Scanner 

এদিকে গত ২২ অক্টোবর বঙ্গভবনে ঘেরাও কর্মসূচী পালিত হয়। কিন্তু প্রচারিত ভিডিওটি গত আগস্ট মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। সেই প্রেক্ষিতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ভিডিওটি সাম্প্রতিক সময়ে বঙ্গভবনের নয়। 

সুতরাং, ঢাকার মিরপুরের একটি পুরোনো ভিডিওকে বিভিন্ন সময়ে বঙ্গভবন এবং গোপালগঞ্জের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img