সন হিয়ুং–মিনের কান্নারত এই ছবিটি ২০২২ বিশ্বকাপের নয়

সম্প্রতি দক্ষিণ কোরিয়া বনাম ঘানা ম্যাচে করিয়ার হারের পর  “কোরিয়ার উইনিং গেইম ছিলো, তবুও হেরে গেলো! ব্যাড লাক; ম্যাচ শেষে আমাদের এশিয়ান মেসি ক্ষ্যাত Heung Min Son এর কান্নারত ছবি” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সন হিয়ুং–মিনের কান্নারত ছবিটি গত ২৮ নভেম্বর ঘানার বিপক্ষে হারার পরবর্তী সময়ের নয় বরং ছবিটি ৪ বছর পুরোনো।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ব্রিটিশ ট্যাবলয়েড সংবাদমাধ্যম দ্য সান এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২৪ জুন তারিখে “World Cup 2018: Heung-min Son breaks down in tears as he meet South Korean president Jae-in Moon after Mexico loss” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ-২০১৮ এর গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ কোরিয়ার হারের পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মুন জে ইনের সাথে সাক্ষাৎকালে কান্নায় ভেঙে পড়েন সন হিয়ুং–মিন। 

Screenshot Source: The Sun

পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ডে ২০১৮ সালের একই দিনে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটিতেও একই তথ্য দেওয়া হয়েছে এবং উক্ত ঘটনার ভিন্ন একটি ছবি সংযুক্ত রয়েছে।

Screenshot Source: The Korea Herald

পরবর্তীতে উক্ত সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘JW’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৫ জুন প্রকাশিত উক্ত ঘটনার সময়ে ধারণকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot Source: JW

মূলত, রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ-২০১৮ এর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হেরে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচটির পর দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জে ইন খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করে। সেসময় সন হিয়ুং–মিন কান্নায় ভেঙে পড়েন। উক্ত ঘটনার একটি ছবিকে “গত ২৮ নভেম্বর হওয়া ম্যাচে ঘানার বিপক্ষে হারের পর Heung Min Son এর কান্নারত ছবি” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ফিফা বিশ্বকাপ-২০১২ এর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এক গোলের ব্যবধানে ঘানার বিপক্ষে হেরে যায় দক্ষিণ কোরিয়া।

সুতরাং, দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন হিয়ুং–মিন এর ২০১৮ সালে কান্নারত অবস্থার পুরোনো ছবিকে  গত ২৮ নভেম্বর ঘানার বিপক্ষে হারার পরের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img