গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন অবধি অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। আহত ও দগ্ধ হয়েছে অন্তত শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তবে এই মৃত্যুর সংখ্যা নিয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরাসহ অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি ‘মৃত্যুর সংখ্যা আরও বেশি, যা সরকার লুকানোর চেষ্টা করছে।’
এই ঘটনার প্রেক্ষিতে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পুড়ে যাওয়া কঙ্কাল লুকিয়ে কবর দিচ্ছে – এই দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পুড়ে যাওয়া কঙ্কাল কবর দেওয়ার কোনো সম্পর্ক নেই। বরং, এটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে চুরি হওয়া কঙ্কাল উদ্ধার পরবর্তী কবরস্থ করার ভিডিও।
এই বিষয়ে অনসন্ধানে ‘user52983996662’ নামক একটি টিকটক অ্যকাউন্টে ২৭ জুন আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘কাজলাপাড়া কবরস্থান থেকে লাস তুলে নিয়ে গিয়ে ছিলো সেটা আজ একটি কবরে ৫ টি লাস কবর দিয়ে দিলাম সবাই দোওয়া করবেন’ (বানান অপরিবর্তিত)
ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কালো পলিথিন থেকে কবরের মধ্যে কঙ্কাল সদৃশ বস্তু পড়তে দেখা যায়।
ভিডিওটি ‘@SYLSHAJAN’ ইউটিউব অ্যাকাউন্ট থেকেও শর্টস আকারে গত ২৮ জুন প্রচার করতে দেখা যায়।
তাছাড়া, ‘Mohammad Bin Badhon’ এক ফেসবুক ব্যবহাকারী গত ২৭ জুন এই বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টে ব্যবহৃত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কবরের মধ্যে রাখা কঙ্কালের মিল রয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, ‘এক মাস পর উদ্ধার
ফেরত দেওয়া হলো কবর থেকে চুরি যাওয়া ৭টি কঙ্কাল—
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাজলাপাড়া কবরস্থানের সাতটি কবর থেকে চুরি যাওয়া মৃতদেহের কঙ্কাল অবশেষে এক মাস পর উদ্ধার করে ফেরত দিল দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় একদিকে স্বস্তি, অন্যদিকে এখনো রয়ে গেছে অজানা শঙ্কা ও রহস্য। প্রসঙ্গত, গত ৩ জুন দেওয়ানগঞ্জ বাজারের চাউল হাট এলাকার ময়লার স্তুপ থেকে উদ্ধার হয়েছিল পাঁচটি মানুষের খুলি ও কঙ্কালের কিছু অংশ। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কাছাকাছি অবস্থিত কাজলাপাড়া কবরস্থান থেকে অন্তত সাতটি কবর খুঁড়ে মৃতদেহ চুরি করে নেওয়া হয়েছিল। এক মাসব্যাপী তদন্ত শেষে পুলিশের হাতে আসে সেই চুরি যাওয়া কঙ্কালগুলোর বড় একটি অংশ। শুক্রবার ২৭ জুলাই [২৭ জুন হবে। পোস্টাদাতা ভুলবশত ২৭ জুলাই লিখেছেন] দুপুরে আনুষ্ঠানিকভাবে কঙ্কালগুলো পুনরায় কবরস্থানে হস্তান্তর করে পুলিশ।’
পরবর্তীতে, উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৩ জুন ‘জামালপুরে ব্যাগ থেকে মাথার পাঁচটি খুলি ও হাড় উদ্ধার, একজন আটক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ জুন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মানুষের মাথার পাঁচটি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি করেছেন।
এছাড়াও, নয়া দিগন্ত ও দৈনিক আজকের জামালপুর নামক স্থানীয় সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রচারিত সংবাদ থেকেও প্রায় একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি দেওয়ানগঞ্জের কাজলাপাড়া কবরস্থানে চুরি হওয়া কঙ্কাল উদ্ধার পরবর্তী কবরস্থ করার ঘটনার।
সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও সংগ্রহ করে তা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পুড়ে যাওয়া কঙ্কাল লুকিয়ে কবর দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- User52983996662 : TikTok Video
- @SYLSHAJAN : YouTube Shorts
- Mohammad Bin Badhon : Facebook Post
- Prothom Alo : জামালপুরে ব্যাগ থেকে মাথার পাঁচটি খুলি ও হাড় উদ্ধার, একজন আটক
- Daily Naya Diganta : দেওয়ানগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি, আটক ১
- দৈনিক আজকের জামালপুর : দেওয়ানগঞ্জে কবর থেকে কংঙ্কাল চুরির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার