মেসির সাথে কথোপকথনের সময় কেন কেঁদেছিলেন সাংবাদিক?

সম্প্রতি “সাংবাদিক মেসিকে জিজ্ঞাসা করলো আপনি যখন অবসরে যাবেন তখন আপনার  জন্য পুরা ফুটবল জগৎ কাঁদবে! আর তখন সাংবাদিক নিজেই কেঁদে দিলেন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির সাক্ষাৎকার নেওয়ার সময় তার অবসর প্রসঙ্গে আলোচনায় সাংবাদিকের কান্নার দাবিটি সঠিক নয় বরং সেই সাংবাদিক মেসির সাক্ষাৎকার নিতে পেরে আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন। 

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে Mouteka nz নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২ নভেম্বর “Lionel Messi Interview-English Subtitles” শীর্ষক শিরোনামে প্রচারিত মেসি ও সেই সাংবাদিকের স্প্যানিশ ভাষায় নেওয়া সাক্ষাৎকারের ভিডিও ফুটেজটি ইংরেজি অনুবাদ সহ খুঁজে পাওয়া যায়।

ভিডিও ফুটেজটিতে সাংবাদিক মেসিকে বলেন, ‘Well, to conclude. Thank you for everything. The only thing I wish for you is to be happy, very happy. May you always do very well in life. Because you deserve it. I have a profound admiration for you. Eh…’

অর্থাৎ, পরিশেষে সবকিছুর জন্য ধন্যবাদ। আমি আপনার জন্য একমাত্র যে জিনিসটি চাইতে পারি, তা হলো আপনি জীবনে অনেক সুখী হন। আপনার জীবনে সবসময় ভালো হোক, আপনি এটার প্রাপ্য। আপনার জন্য আমার গভীর শ্রদ্ধা।

এইটুকু বলার পর সাংবাদিক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন। পরবর্তীতে মেসি তার হাত ধরে বলেন, Thank you বা ধন্যবাদ।

উত্তরে সাংবাদিক আবার বলতে শুরু করেন, I am kid…I am kid from Venado Tuerto, my city. Who dreamt all my life of doing this. But I never thought I would be lucky enough to be able to accompany you with my stories, with my love for your career and I Thank you from bottom of my heart.

অর্থাৎ, আমি আর্জেন্টিনার ভিনাদো তিয়ার্তো শহর থেকে উঠে আসা একজন, যে আজীবন এমন একটি সময়ের স্বপ্ন দেখেছে৷ কিন্তু আমি কখনো ভাবিনি যে, আমি এতটা সৌভাগ্যবান হবো যে, আপনার (মেসি) সাথে  আমার ভালোবাসা, আমার গল্পগুলো নিয়ে সঙ্গ দিতে পারবো। আপনার প্রতি আবারও গভীরভাবে কৃতজ্ঞতা।

সাংবাদিকের এই মন্তব্যের উত্তরে মেসি বলেন,  Thanks to you,Thank you very much. And well, I’m thrilled to be able to reach people like this. I know that there are many people in Argentina, or in the world in general who have always supported me, admired me from a footballing point of view. Just as we talked about at the beginning about the person that I am, also those that we can get to know through the interview, through the screens and well…I am also very grateful for the love that i got throughout my career in general.

অর্থাৎ মেসি বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এইভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরে রোমাঞ্চিত। আমি জানি যে আর্জেন্টিনায় বা সাধারণভাবে বিশ্বের অনেক লোক আছে যারা সবসময় আমাকে সমর্থন করেছে, ফুটবলের দৃষ্টিকোণ থেকে আমাকে প্রশংসা করেছে। আমি আমার ক্যারিয়ার জুড়ে যে ভালোবাসা পেয়েছি তার জন্যও আমি কৃতজ্ঞ।

পরবর্তীতে স্প্যানিশ গণমাধ্যম MARCA তে চলতি বছরের ২১ অক্টোবর “A journalist bursts into tears during an interview with Messi… with Leo in front of him” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, মেসির সাক্ষাৎকার নেওয়া সেই সাংবাদিকের নাম পাবলো জিরাল্ট। তার জীবনের অন্যতম একটি ইচ্ছা মেসির সাক্ষাৎকার নিতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এছাড়া প্রতিবেদনটিতে পাবলো জিরাল্টকে উদ্ধৃত করে তার কান্নার কারণ সম্পর্কে বলা হয়, 

“আমার জীবনের স্বপ্ন ছিল মেসির মুখোমুখি সাক্ষাৎকার করা। আমার জন্য এটি অর্জন করতে পারা ছিল বিস্ময়কর ব্যাপার! আমি সত্যিই প্রশংসা করি, লিও এবং তার বাবার উদারতা নিয়ে।”

এছাড়া পাবলো জিরাল্ট মেসির সাক্ষাৎকার নেওয়ার সময় তার কান্নার কারণ সম্পর্কে নিজের ইনস্টাগ্রাম একাউন্টেও লিখেছেন।

সেখানেও তিনি মেসির সাক্ষাৎকার নেওয়া তার জীবনের বড় একটি স্বপ্ন ছিল উল্লেখ করে মেসির প্রতি কৃতজ্ঞতা জানান।

উপরিউক্ত তথ্যসমূহ পর্যালোচনা করে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সাংবাদিক পাবলো জিরাল্টের সাথে মেসির কথোপকথনের এই অংশে মেসির ফুটবল থেকে বিদায় নেওয়া নিয়ে কোনো আলোচনাই হয়নি। উপরন্তু সাংবাদিক তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ফুটবল তারকা মেসির সাক্ষাৎকার নিতে পেরে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। অর্থাৎ, সাংবাদিকের কান্নার সঙ্গে মেসির অবসর বা ফুটবল থেকে বিদায় নেওয়া সংক্রান্ত কোনো কথপোকথনের সম্পর্ক নেই।

মূলত, আর্জেন্টিনার টিভি চ্যানেল Directv গত অক্টোবরে আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির একটি সাক্ষাৎকারের আয়োজন করে৷ মেসির এই সাক্ষাৎকারটি নেন দেশটির একজন প্রসিদ্ধ সাংবাদিক পাবলো জিরাল্ট৷ প্রায় ২৫ মিনিট দীর্ঘ এই সাক্ষাৎকারটির একটি অংশে কথোপকথনরত অবস্থায় পাবলো জিরাল্টকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পাবলো জিরাল্টের কান্নায় ভেঙে পড়ার এই অংশটুকুকেই পরবর্তীতে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির সাক্ষাৎকার নেওয়ার সময় তার বিদায় প্রসঙ্গে সাংবাদিকের কথোপকথনের সময় কান্নার দাবিতে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, পাবলো জিরাল্টের কথোপকথন ও কান্নার ঐ অংশে মেসির অবসর সংক্রান্ত কোনো আলোচনা ছিল না। বরং পাবলো জিরাল্ট 

তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ফুটবল তারকা মেসির সাক্ষাৎকার নিতে পেরে এই অংশে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বলে গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন৷ 

সুতরাং, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির সাক্ষাৎকার নেওয়ার সময় তার অবসর প্রসঙ্গে আলোচনায় সাংবাদিকের কান্নার দাবিটি সঠিক নয়; এটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img