সম্প্রতি, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
ফেসবুকে প্রচারিত ছবিটি দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি মেহজাবীন চৌধুরীর নয় বরং, জেরাল্ডিন বিশ্বনাথন নামক একজন অস্ট্রেলিয়ান অভিনেত্রী, প্রযোজক ও লেখক এর ছবিতে প্রযুক্তির সাহায্যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে।
ছবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে মেহজাবীন চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে কথিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, ছবিটি রিভার্স সার্চ করে চলচ্চিত্র এবং টিভি শো’র জন্য রেটিং, পর্যালোচনা এবং স্ট্রিমিং গাইড সরবরাহ কারী ওয়েবসাইট ‘আইএমডিবি’-তে ‘Geraldine Viswanathan’ নামক একজন অস্ট্রেলিয়ান অভিনেত্রী, প্রযোজক ও লেখক এর বায়োগ্রাফি পর্যবেক্ষণ করে একটি ছবি পাওয়া যায়। ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
অর্থাৎ, এটা নিশ্চিত যে অস্ট্রেলিয়ান অভিনেত্রী জেরাল্ডিন বিশ্বনাথন এর এই ছবিতে প্রযুক্তির সাহায্যে মেহজাবীন চৌধুরীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ছবি বিকৃতির জন্য ফেস সোয়াপিং (Face Swapping) নামে পরিচিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে একজন ব্যক্তির মুখমণ্ডল অন্য কারও শরীরের সঙ্গে প্রতিস্থাপন করা সম্ভব হয়। এটি এতটাই সূক্ষ্মভাবে করা যায় যে সাধারণ মানুষের পক্ষে আসল এবং বিকৃত ছবির মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই এমন ভুয়া ছবি তৈরি করা সম্ভব।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে অস্ট্রেলিয়ান অভিনেত্রী জেরাল্ডিন বিশ্বনাথন এর আসল ছবির ওপর মেহজাবীন চৌধুরীর মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
সুতরাং, প্রযুক্তির সহায়তায় অস্ট্রেলিয়ান অভিনেত্রী জেরাল্ডিন বিশ্বনাথন এর আসল ছবির ওপর মেহজাবীন চৌধুরীর মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে; যা এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- IMDb: Geraldine Viswanathan
- Rumor Scanner’s Own Analysis