বৃহস্পতিবার, মে 22, 2025

মায়ের ডিএনএ টেস্ট করা নিয়ে মেঘ কোনো মন্তব্য করেননি, একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, নিহত আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মাহির সারোয়ার মেঘ তার মায়ের ডিএনএ টেস্ট করাতে চান দাবিতে একাধিক গণমাধ্যমের ডিজাইন সম্বলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা যায়। 

প্রচারিত ফটোকার্ডগুলোর মধ্যে চ্যানেল ২৪, ইত্তেফাক, ঢাকা পোস্ট এবং জনকণ্ঠ এর লোগো পাওয়া গেছে। 

উক্ত ফটোকার্ডগুলো যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মাহির সারোয়ার মেঘ মায়ের ডিএনএ টেস্ট সংক্রান্ত কোনো মন্তব্য করেননি এবং চ্যানেল ২৪, ইত্তেফাক, ঢাকা পোস্ট এবং জনকণ্ঠ এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং উক্ত গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে ভুয়া তথ্যে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডগুলোর মধ্যে তিনটি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ‘১২ এপ্রিল ২০২৫’ উল্লেখ রয়েছে। তবে এবং ইত্তেফাকের ফটোকার্ডটি প্রকাশের তারিখ উল্লেখ করা হয়নি।

গণমাধ্যমগুলোর লোগো এবং প্রকাশের তারিখের সূত্র ধরে চ্যানেল ২৪, ইত্তেফাক, ঢাকা পোস্ট এবং জনকণ্ঠের ফেসবুক পেজ (, , , ), ওয়েবসাইট (, , ,) এবং ইউটিউব চ্যানেল (, , ) পর্যবেক্ষণ করে এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্যকোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মাহির সারোয়ার মেঘ মায়ের ডিএনএ টেস্ট সংক্রান্ত চ্যানেল ২৪, ইত্তেফাক, ঢাকা পোস্ট এবং জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img