১৩ জুন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলার পর ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করেছেন। এর জবাবে ইরান সরকারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন’ বলে মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই দাবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ দাবিতে গণমধ্যমের প্রতিবেদন দেখুন: যুগান্তর, আরটিভি, এনটিভি, জাগোনিউজ২৪ (ইউটিউব), সময়ের কণ্ঠস্বর, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা প্রকাশ, বিডি২৪ রিপোর্ট এবং নিউজজি২৪ (ইউটিউব)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে।
এক্সে প্রচারিত দাবি দেখুন: এখানে।
ইন্সট্রাগ্রামে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরান সরকারের পক্ষ থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে ‘কারবালার ইতিহাস জানুন’ এমন কোনো মন্তব্য করা হয়নি। প্রকৃতপক্ষে, এই দাবি ‘Islamic Republic of Iran’ নামের একটি এক্স অ্যাকাউন্ট এবং ‘Iran Military’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের সূত্রে প্রচারিত হলেও এই অ্যাকাউন্টগুলো ইরান সরকার বা সামরিক বাহিনীর অফিসিয়াল অ্যাকাউন্ট নয়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যবেক্ষণে দেখা গেছে, এই দাবির সূত্র হিসেবে ‘Islamic Republic of Iran’ নামের এক্স অ্যাকাউন্ট এবং ‘Iran Military’ নামের ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনগুলোতে এই পোস্টগুলো এম্বেড করা অবস্থায় রয়েছে।
এই সূত্র ধরে এক্স প্ল্যাটফর্মে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, উক্ত এক্স অ্যাকাউন্টটি প্ল্যাটফর্মটির নীতিমালা লঙ্ঘনের কারণে অপসারণ করা হয়েছে। তবে অনলাইন আর্কাইভে অ্যাকাউন্টটির একটি সংরক্ষিত সংস্করণ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, অ্যাকাউন্টটির বায়োতে “independent” এবং “unaffiliated” শব্দ ব্যবহৃত হয়েছে, যা থেকে বোঝা যায় এটি কোনো সরকারি বা সংশ্লিষ্ট সংস্থার অ্যাকাউন্ট নয়।

এক্স-এর নীতিমালা অনুযায়ী, প্যারোডি, ধারাভাষ্য বা ফ্যান অ্যাকাউন্টগুলোর নাম ও বায়োতে “প্যারোডি”, “ফেক” বা “ফ্যান” শব্দ অন্তর্ভুক্ত করতে হয়, যাতে এগুলো মূল ব্যক্তি বা সংস্থার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে বিভ্রান্তি সৃষ্টি না করে।
উল্লেখযোগ্যভাবে, প্রোফাইলটিতে ব্লু টিক থাকলেও সেটি এক্স-এর সাধারণ পেইড ভেরিফিকেশন, যা যে কেউ অর্থ পরিশোধ করে পেতে পারে। এক্স-এর নিয়ম অনুযায়ী, সরকারি সংস্থাগুলোর জন্য নির্ধারিত টিক চিহ্ন হলো গ্রে রঙের।
অর্থাৎ, এটি ইরান সরকারের কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নয়।
একইভাবে, ‘Iran Military’ নামের ফেসবুক প্রোফাইলটি বিশ্লেষণ করে দেখা যায়, প্রোফাইলে ইরানের জাতীয় পতাকা ব্যবহৃত হয়েছে। তবে এটি যদি ইরানের সামরিক বাহিনীর অফিসিয়াল অ্যাকাউন্ট হতো, তাহলে সেখানে বাহিনীর নিজস্ব লোগো ব্যবহৃত থাকার কথা ছিল। এছাড়া, প্রোফাইলের বায়োতেও “independent” ও “unaffiliated” শব্দ ব্যবহার করা হয়েছে, যা নির্দেশ করে এটি কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নয়।

এছাড়া, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে ১৪ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর দেশীয় বা বিদেশী সামাজিক মাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।
সুতরাং, ইরান সরকারের পক্ষ থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে ‘কারবালার ইতিহাস জানুন’ শীর্ষক মন্তব্য করা হয়েছে দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- IRNA: ارتش در فضای مجازی صفحه رسمی ندارد