গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার নয়

পুরুষদের চলমান ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গত ০৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ২০১ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। এ বিষয়ে গণমাধ্যমে স্পষ্ট দুইটি দাবি প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম। 

দাবি ১ : গ্লেন ম্যাক্সওয়েল প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেট এবং বিশ্বকাপে দ্বিশতক করেছেন।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন দ্য ডেইলি স্টার, বিডিনিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, সময় টিভি, ঢাকা ট্রিবিউন, নিউ এজ, বণিক বার্তা, কালের কণ্ঠ, সমকাল, মানবজমিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালবেলা, চ্যানেল২৪, একাত্তর টিভি, ইনডিপেনডেন্ট টিভি, ঢাকা পোস্ট, ডিবিসি নিউজ, বাংলাভিশন, আরটিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা, যমুনা টিভি, নিউজ২৪, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ভোরের কাগজ, বাংলানিউজ২৪, দেশ রূপান্তর, চ্যানেল আই, ইনকিলাব, নয়া দিগন্ত, প্রতিদিনের সংবাদ, প্রতিদিনের কথা, সারাবাংলা, খবরের কাগজ, ২৪লাইভ নিউজপেপার, সময়ের কণ্ঠস্বর, একুশে সংবাদ, দ্যা বাংলাদেশ মোমেন্টস, পিএনএস নিউজ২৪, অধিকার বিডি, বাংলাদেশ টুডে, এবিনিউজ২৪, পদ্মা নিউজ, ঢাকা টুডে। 

দাবি ২: ম্যাক্সওয়েলের করা ২০১ রান  অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন প্রথম আলো, সময়ের আলো, দৈনিক আমাদের সময়, ডেইলি সান, ডেইলি বাংলাদেশ, সোনালী নিউজ, জাগোনিউজ২৪, মানবকণ্ঠ, একুশে টিভি, প্যাভিলিয়ন, দৈনিক করতোয়া, জনবাণী, গণমুক্তি, ঢাকা মেইল, রাইজিং বিডি, বিডি২৪লাইভ, বাহান্ন নিউজ, বিজনেস বাংলাদেশ, রেডিও টুডে নিউজ

তাছাড়া, একই দাবিগুলোর বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন রয়টার্স, ডন, টাইমস অফ ইন্ডিয়া

একই দাবিগুলোর বিষয়ে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গ্লেন ম্যাক্সওয়েল প্রথম অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেও তিনি এই কৃতিত্ব অর্জন করা প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার নন। ১৯৯৭ সালে বিশ্বকাপে প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জাতীয় নারী দলের সদস্য বেলিন্ডা ক্লার্ক ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘India Today’ এর ওয়েবসাইটে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি “Sachin Tendulkar becomes first man to score maiden ODI double hundred” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯৭ সালে ডেনমার্কের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেলিন্ডা ক্লার্ক প্রথম ওডিআই ডাবল সেঞ্চুরি করেন।

ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনে পাওয়া সূত্র অনুযায়ী ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোতে নারী ওডিআই বিশ্বকাপ -১৯৯৭ এর অস্ট্রেলিয়া বনাম ডেনমার্কের মধ্যকার ম্যাচের বিস্তারিত অনুসন্ধানে বেলিন্ডা ক্লার্কের ডাবল সেঞ্চুরি করার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি সেই ম্যাচে অপরাজিত ২২৯ রান করেন। 

Screenshot from Espncricinfo

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির অফিশিয়াল এক্স অ্যাকাউন্টের ২০২০ সালের ২৫ এপ্রিলের একটি পোস্ট থেকেও বেলিন্ডা ক্লার্কের প্রথম ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার বিষয়ে জানা যায়।

Screenshot from X/ICC

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গত ৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরির বিষয়ে বলা হয়, গ্লেন ম্যাক্সওয়েল ওডিআইতে ২০০ রানের রেকর্ড করা প্রথম অজি ক্রিককটার নন। এই রেকর্ডটি ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে প্রথম করেন অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বেলিন্ডা ক্লার্ক। 

Screenshot from Cricket Australia

মূলত, চলমান ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। তার এই কৃতিত্বের বিষয়ে প্রকাশিত সংবাদে গণমাধ্যম কর্তৃক ম্যাক্সওয়েলকে ওডিআইতে ডাবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং এটিকে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস হিসেবে দাবি করা হয়। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৯৯৭ সালে প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বেলিন্ডা ক্লার্ক। তবে গ্লেন ম্যাক্সওয়েল প্রথম অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড করেছেন। তাছাড়া, স্বাভাবিকভাবেই  ম্যাক্সওয়েলের করা ২০১ রান অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারের সর্বোচ্চ ওয়ানডে ইনিংসও নয়। কারণ বেলিন্ডার ১৯৯৭ সালের আলোচিত সেই ম্যাচেই ২২৯ রান করার রেকর্ড রয়েছে। 

সুতরাং, গ্লেন ম্যাক্সওয়েলকে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার দাবি করে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img