সম্প্রতি “ব্রেকিং নিউজ…….!!! গতরাতের বাংলাদেশ সম্পর্কে মার্ক জুকারবার্গ এর কিছু বিষ্ময়কর মন্তব্য!” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
যা দাবি করা হচ্ছে
ছবিটিতে মার্ক জাকারবার্গের ছবির সাথে জুড়ে দেওয়া ক্যাপশনটিতে বলা হচ্ছে,
“ব্রেকিং নিউজ…….!!!
–৯ তারিখ রাতে বাংলাদেশ সম্পর্কে মার্ক জুকারবার্গ এর কিছু বিষ্ময়কর মন্তব্য! রাত তখন ৩ঃ৪৫, আমার এক কর্মী আমাকে ফোন করে বললো, স্যার, আমাদের ফেসবুকে কোনো সমস্যা হলো নাকি, আমি তড়িঘড়ি করে উঠে বসে বললাম-কেন? কি হয়েছে? কর্মী বললো- স্যার, রাত ১১ঃ১৫ এর দিকে বাংলাদেশ থেকে একসাথে প্রায় ২৫ মিলিয়ন পোস্ট আপলোড করা হয়! আবার তার কিছুক্ষণ পরে ১১ঃ৪০ এর দিকে সব পোস্ট এক সাথে ডিলিট করা হয়! আমি সব কিছু চেক দিয়ে দেখলাম আমাদের টেকনিকালি কোনো সমস্যা নেই, তাহলে এমনটা কেনো হলো? কর্মী বললো এখানেই শেষ না স্যার- আবার রাত ৩ঃ৪০ এর দিকে বাংলাদেশ থেকে একসাথে ৩৭ মিলিয়ন পোস্ট আপলোড করা হয়, যা আমাদের ফেসবুক জার্নিতে একসাথে এতো পোস্ট করার রেকর্ড সংখক!তারপরে আমি খোজ নিয়ে জানলাম, আজকে ক্রমান্বয়ে ২ টি ম্যাচ হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার, এটা তারই একটি প্রতিক্রিয়া ছিলো!! (বাংলাদেশের পাগলা ফুটবল ভক্তদের)”
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সম্পর্কে মার্ক জাকারবার্গ উক্ত মন্তব্যটি করেননি বরং তার নামে প্রচারিত এই গল্পটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
গুজবের সূত্রপাত
গত ৯ ডিসেম্বররাত ৯ টায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিলো। ৩ ঘন্টা পর রাত ১টায় আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসেরও কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিলো। সেদিন ব্রাজিল ক্রোয়েশিয়ার সাথে ম্যাচটি হেরে যায় আর আর্জেন্টিনা নেদারল্যান্ডসের সাথে ম্যাচটি জিতে যায়। পরবর্তীতে, ব্রাজিলের হেরে যাওয়া ও আর্জেন্টিনার জয়কে কেন্দ্র করে গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটে ‘ব্রাজিলিয়ান কনডেন্সড মিল্কখোর’ নামক একটি ফেসবুক পেইজ থেকে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া প্রথম এই গল্পটি প্রচার করা হয়। পরবর্তীতে এই গল্পটি কপি-পেস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অনুসন্ধান
মার্ক জাকারবার্গের ভেরিফাইইড ফেসবুক প্রোফাইল খুঁজে দেখা যায় তিনি এমন কিছু পোস্ট করেননি। ফেসবুকের তথ্য সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ফেসবুকের অফিশিয়াল পেজ ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ওয়েবসাইটেও এমন কোনো তথ্য নেই।
এছাড়া, আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। মেটার মুখপাত্র Andy Stone এর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টেও এমন কোনো কিছুর উল্লেখ নেই।
তাছাড়া, একসাথে সর্বোচ্চ সংখ্যক পোস্ট আপলোডের কোনো রেকর্ড ফেসবুক সংরক্ষণ করে না। ৯ ডিসেম্বর যদি বাংলাদেশ রেকর্ড করে থাকেও, তাহলে এর আগের কোনো রেকর্ডকে ভেঙেই বাংলাদেশকে রেকর্ড করতে হয়েছে। তবে ফেসবুকে একসাথে সর্বাধিক পোস্টের রেকর্ড সম্পর্কিত কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশী বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুঁজেও এ সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, ফেসবুকে প্রচারিত দাবিটিতে বলা হয়েছে ৯ তারিখ রাত ৩টা ৪৫ মিনিটে মার্ক জাকারবার্গের কর্মী তাকে বাংলাদেশ সম্পর্কিত তথ্যটি দেয়। তবে, বাংলাদেশ ও আমেরিকার সময়ের পার্থক্য ১১ ঘন্টা। Time and Date ওয়েবসাইট থেকে জানা যায়, বাংলাদেশের সময় যখন ৯ ডিসেম্বর রাত ৩ টা ৪৫ মিনিট তখন আমেরিকান সময় ৮ ডিসেম্বর বিকেল ৪ টা ৪৫ মিনিট।
সেই অর্থে, মার্ক জাকার্বাগকে তার কর্মীর রাত ৩ টা নয় বরং বিকেল ৪ টা ৪৫ মিনিটে কল করার কথা, এবং মার্ক জাকারবার্গেরও বলার বা লিখার সময় নিজের দেশের সময় উল্লেখ করেই বলার কথা, বাংলাদেশের নয়।
মূলত, গত ৯ ডিসেম্বর ফিফা বিশ্বকাপের আসরে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল হেরে যায় এবং একই রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনা জয় লাভ করে। এরই প্রেক্ষিতে ব্রাজিলের হার ও আর্জেন্টিনার জয়কে কেন্দ্র করে বাংলাদেশী ফেসবুক ব্যবহাকারীদের সম্পর্কে মার্ক জাকারবার্গের বক্তব্য দাবিতে তথ্যসূত্রহীন ও বানোয়াট একটি গল্প ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, বিশ্বকাপ ২০২২ কে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একাধিক গুজবকে কেন্দ্র করে প্রতিনিয়ত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ‘বাংলাদেশকে নিয়ে মার্ক জাকারবার্গের বিস্ময়কর বক্তব্য’ শীরোনামে যে গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
তথ্যসূত্র
- Time and Date: Time Zone Converter – Time Difference Calculator
- রিউমর স্ক্যানারের নিজস্ব অনুসন্ধান