মার্ক জাকারবার্গ মেটার ডাটা চুরির বিষয়ে এক্স পোস্ট করেননি; প্রচারিত স্ক্রিনশট সম্পাদিত

গত ৫ মার্চ রাতে মেটার মালিকানাধীন ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। এই ঘটনার প্রেক্ষিতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ব্যবহারকারীদের উদ্দেশ্যে “Hello everyone out there. There is a huge data breach occurred by a hacker group name(Lapsuss) which totally damaged our confidentiality, integrity and availability so please don’t be panic it will be solved soon by our security expert team.(সবাইকে শুভেচ্ছা। ল্যাপসাস নামের একটি হ্যাকার গ্রুপের মাধ্যমে বিশাল ডেটা ব্রিচ ঘটেছে, যা আমাদের গোপনীয়তা, সততা, এবং প্রাপ্যতা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ করেছে। দয়া করে আতঙ্কিত হবেন না, এটি শীঘ্রই আমাদের বিশেষজ্ঞ নিরাপত্তা দল সমাধান করবে।)” শীর্ষক পোস্ট করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেটার ডেটা চুরির বিষয়ে মার্ক জাকারবার্গ কোনো এক্স পোস্ট করেননি বরং উক্ত দাবিতে প্রচারিত এক্স পোস্টের স্ক্রিনশটটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবির বিষয়ে একাধিকবার প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত দাবিতে ইন্টারনেটে প্রচারিত স্ক্রিনশটটি ভালো করে পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে আলোচিত স্ক্রিনশটটির কিছু ত্রুটি ধরা পরে। 

ত্রুটি ০১: এক্স ব্যবহারকারীর নাম ও এক্স ভেরিফাইড আইকনের দূরত্ব

স্ক্রিনশটটিতে এক্স অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম ‘Mark’ ও এক্স ভেরিফাইড আইকনের দূরত্ব লক্ষ্য করা যায়। যা অন্যান্য সব ভেরিফাইড অ্যাকাউন্টের পাশাপাশি অবস্থান করে।

Screenshot Comparison: Rumor Scanner

ত্রুটি ০২: ইউজার নেমের আগে ‘এট দ্য রেট’ (@) চিহ্ন নেই।

স্ক্রিনশটটিতে এক্স অ্যাকাউন্টের নামের (Mark) নিচে থাকা ইউজার নেমের আগে ‘এট দ্য রেট’ (@) চিহ্ন লক্ষ্য করা যায়নি, যা অন্য সব অ্যাকাউন্টে থাকে।

Screenshot Comparison: Rumor Scanner

এছাড়া আলোচিত স্ক্রিনশটটির ইউজার নেমের জায়গায় অস্পষ্টভাবে @finkd শীর্ষক আরেকটি ইউজার নেম লক্ষ্য করা যায়।

এক্সের ওয়েবসাইটে গিয়ে @finkd শীর্ষক ইউজার নেম সার্চ করে Mark Zuckerberg এর আসল এক্স অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। তবে, এই অ্যাকাউন্টে আলোচ্য পোস্টটি পাওয়া যায়নি। অ্যাকাউন্টটিতে মার্ক জাকারবার্গ সর্বশেষ ২০২৩ সালের ৬ জুলাই পোস্ট করেন । 

এছাড়া মার্ক জাকারবার্গের এক্স পোস্টের সাথে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটের গ্রাফিক্যাল ডিজাইনের সুস্পষ্ট ভিন্নতা দেখা যায়।

Screenshot Comparison: Rumor Scanner

দাবিকৃত পোস্টগুলোতে ‘SOCRadar’ লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা যায়। তবে SOCRadar নামের এক্স অ্যাকাউন্টে এই স্ক্রিনশট যুক্ত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

Screenshot: Facebook

অর্থাৎ, ল্যাপসাস নামের হ্যাকার গ্রুপ মেটার ডাটা চুরি করেছে জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ কোনো এক্স পোস্ট করেননি। মূলত সম্পাদিত বা এডিটেড একটি স্ক্রিনশটের ভিত্তিতে ইন্টারনেটে এই দাবি প্রচার করা হচ্ছে।

মূলত, গত ৫ মার্চ রাতে মেটার মালিকানাধীন ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। এই ঘটনার প্রেক্ষিতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ল্যাপসাস নামের হ্যাকার গ্রুপ মেটার সার্ভারের ডাটা চুরি করেছে জানিয়ে পোস্ট করেছেন দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত তথ্য জানিয়ে মার্ক জাকারবার্গ কোনো এক্স পোস্ট দেননি। প্রকৃতপক্ষে প্রচারিত এক্স পোস্টের স্ক্রিনশটটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। 

সুতরাং, ল্যাপসাস নামের হ্যাকার গ্রুপ কর্তৃক মেটার ডাটা চুরির ঘটনা ঘটেছে জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ কোনো এক্স পোস্ট করেনি। উক্ত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি এডিটেড বা সম্পাদিত। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img