বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

লঙ্কান প্রিমিয়ার লীগে মালিন্দা পুষ্পকুমারার দল না পাওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “মালিন্দা পুষ্পকুমারা নিজ দেশে অনুষ্ঠিত লংকান প্রিমিয়ার লীগে দল না পেলেও এবার বিপিএলে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  যেখানে দাবি করা হয়েছে মালিন্দা পুষ্পকুমারা শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগে দল পায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

বিষয়টি নিয়ে খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট অলরাউন্ডার প্রতিবেদন প্রকাশ করেছে এবং ফেসবুকে ব্যানার পোস্ট করেছে ক্রিকেট৯৭।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মালিন্দা পুষ্পকুমারা শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগে দল পায়নি শীর্ষক দাবিটি সঠিক নয় বরং তাকে লঙ্কান প্রিমিয়ার লীগের সর্বশেষ আসরের নিলামে ৩ হাজার মার্কিন ডলারে দলে ভিড়িয়েছিলো Kandy Falcons।

কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে Sri Lanka Cricket এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে মালিন্দা পুষ্পকুমারা শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ ২০২২ এর নিলামে ক্যান্ডি ফ্যালকন ফ্রাঞ্চাইজির কাছে বিক্রি হোন বলে জানা যায়।

শ্রীলঙ্কান ক্রিকেট এর অফিশিয়াল ওয়েবসাইটে LPL Player Draft – 2022 এর লাইভ ব্লগে দেখা যায় সিলভার ক্যাটাগরিতে ৩ হাজার মার্কিন ডলারে মালিন্দা পুষ্পকুমারা কে দলে ভেড়ায় ক্যান্ডি ফ্যালকন্স।

ক্যান্ডি ফ্যালকন্স এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ২০২২ সালের ২৬ নভেম্বর করা স্কোয়াড এনাউন্সমেন্টেও মালিন্দা পুষ্পকুমারার নাম দেখা গেছে। 

লঙ্কান প্রিমিয়ার লীগ ২০২২/২৩ এর ক্যান্ডি ফ্যালকন্স এর স্কোয়াড নিয়ে ইএসপিএন ক্রিকইনফোতে তাদের যে স্কেয়াড ২০২২ সালের ২৫ নভেম্বর প্রকাশিত হয় এবং ২০২২ সালের ৬ ডিসেম্বর আপডেট করা হয় সেখানেও মালিন্দা পুষ্পকুমারার নাম পাওয়া যায়।

অর্থাৎ,  শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগের সর্বশেষ সংস্করণে মালিন্দা পুষ্পকুমারা দল পেয়েছিলেন। ৩ হাজার ইউএসডি তে তাকে দলে ভিড়িয়েছিল ক্যান্ডি ফ্যালকন্স। অবশ্য স্কোয়াডে থাকলেও নিয়মিত একাদশে দেখা যায়নি মালিন্দা পুষ্পকুমারা কে।

মূলত, বিপিএলের এবারের আসরে শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার মালিন্দা পুস্পাকুমারা দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের মালিন্দা পুষ্পকুমারাকে দলে ভেড়ানোর ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজ দেশের সবশেষ লঙ্কান প্রিমিয়ার লীগে দল না পাওয়ার ভুয়া তথ্যটি ছড়িয়ে পড়ে।

সুতরাং, মালিন্দা পুষ্পকুমারার নিজ দেশের লংকান প্রিমিয়ার লীগে দল না পাওয়ার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img