সম্প্রতি মুসলিম বিশ্ব প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেছে। এ বিষয়ে দেশের মূলধারার সংবাদমাধ্যম কালবেলা’র এক ভিডিও প্রতিবেদনে (ভিডিওর ৫০ সেকেন্ড সময় থেকে) দাবি করা হয়, মুসলিম দেশ হিসেবে শুধু মালয়েশিয়াতেই এবার ২৯টি রোজা শেষে ঈদ পালিত হয়েছে।

কালবেলার উক্ত প্রতিবেদনটি দেখুন ফেসবুকে ও ইউটিউবে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুসলিম দেশ হিসেবে চলতি বছর শুধু মালয়েশিয়াতেই ২৯ রোজা শেষে ঈদ পালিত হয়নি বরং জর্ডান, পাকিস্তান, মরক্কো এবং ওমানসহ বিশ্বের একাধিক মুসলিম প্রধান দেশেই এমন ঘটনার নজির পাওয়া গেছে।
এ বিষয়ে অনুসন্ধানে গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওমানে ২৯ রোজা শেষে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
একই দিন অর্থাৎ ১০ এপ্রিল মুসলিম বিশ্বের আরেক দেশ মরক্কোতেও ২৯ রোজা শেষে ঈদ পালনের খবর দিয়েছে সে দেশের সংবাদমাধ্যম।
মুসলিম প্রধান আরেক দেশ জর্ডানে বাংলাদেশের মতো ১২ মার্চ রমজান মাস শুরু হওয়ার পর ২৯ রোজা শেষে গত ১০ এপ্রিল ঈদ পালিত হয়েছে।
মুসলিম বিশ্বের আরেক দেশ পাকিস্তানেও ২৯ রোজা শেষে চলতি বছর ঈদুল ফিতর পালিত হয়েছে।
মূলত, সম্প্রতি মুসলিম বিশ্ব প্রধান ধর্মীয় উৎসব দুল ফিতর উদযাপন করেছে। এ বিষয়ে কালবেলা’র এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, মুসলিম দেশ হিসেবে শুধু মালয়েশিয়াতেই এবার ২৯ রোজা শেষে ঈদ পালিত হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মালয়েশিয়া ছাড়াও আরো অন্তত চারটি মুসলিম প্রধান দেশ ২৯ রোজা শেষে এবার ঈদুল ফিতর পালন করেছে।
সুতরাং, মুসলিম প্রধান একাধিক দেশ চলতি বছর ২৯ রোজা শেষে ঈদ পালন করলেও দেশের একটি গণমাধ্যমে শুধু মালয়েশিয়ায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Gulf News: Oman announces Eid Al Fitr 2024 holiday for public and private sectors
- Morocco World News : Morocco Announces April 10 as Eid Al Fitr 2024
- Roya News: Jordan to celebrate Eid al-Fitr 2024 on Wednesday
- Rumor Scanner’s own analysis