মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনো ঘোষণা দেননি

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকউন্ট, পেজ ও গ্রুপ থেকে মাহমুদউল্লাহ রিয়াদের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে বিভিন্ন ট্রল পোস্ট প্রচারিত হওয়ার পর একটা সময় ভিত্তিহীনভাবে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেওয়ার দাবি প্রচারিত হয়। 

মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন সংক্রান্ত দাবি নিয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানের শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পেজ, এক্স অ্যাকাউন্টইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজেও অবসর ঘোষণা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্বকাপ চলাকালেও কোনো সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ এমন কোনো বক্তব্য দেননি। এছাড়াও, অনুসন্ধানে কোনো গণমাধ্যমেই মাহমুদউল্লাহ রিয়াদের সম্প্রতি কোনো বক্তব্য দেয়ার তথ্য পাওয়া যায়নি। 

দেশি ও বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম ও ক্রিকেট ভিত্তিক কোনো নির্ভরযোগ্য মাধ্যমেও মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেয়ার বিষয়ে কোনো তথ্য মেলেনি। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট টিমের ফেসবুক পেজওয়েবসাইটেও মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে কোনো তথ্য পাওয়া যায়নি।

মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর দাবির সূত্রপাত অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় ভিরাট কোহলি ও রোহিত শার্মার অবসর ঘোষণার পর বাংলাদেশের বিভিন্ন ক্রিকেট ভিত্তিক পেজ ও গ্রুপে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর না করা নিয়ে ট্রল করা হচ্ছে৷ কোনো কোনো পোস্টে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর না নেয়ার বিষয়ে ট্রল-মিম প্রচার করা হয়। এধরণের মিম প্রচারের মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেয়ার সরাসরি দাবি প্রচার করা হয়। অন্তত গত ৩০ জুন থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়েছেন দাবির পোস্ট খুঁজে পাওয়া যায়। বাংলাদেশে রিয়াদের অবসরের গুজব প্রচারিত হওয়ার পর ভারতপাকিস্তানের ক্রিকেট ভিত্তিক বিভিন্ন পেজ ও পোর্টালেও গুজবটি প্রচারিত হয়। সোস্যাল মিডিয়ায় এমন পোস্টের ভিত্তিতে ‘OneCricket’ নামের ভারতীয় একটি অখ্যাত ক্রিকেট পোর্টাল গত ১ জুলাই ‘BAN Veteran All-Rounder Retires From International Cricket After T20 WC Debacle’  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তী আবার এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে এবং এ প্রতিবেদনকে সূত্র দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন ফেসবুক পেজে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের গুজব প্রচার করা হয়।

এ বিষয়ে আরও অধিকতর জানতে বিসিবির মিডিয়া উইংয়ের সহকারী ম্যানেজার জাহিদুর রহমান চৌধুরীর সাথে কথা বলে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, “মাহমুদউল্লাহর অবসর নিয়ে আমার জানা নেই।”

অর্থাৎ, এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দাবির বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র নেই। ভিত্তিহীনভাবে বিষয়টি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মাহমুদউল্লাহ রিয়াদ এখন পর্যন্ত কোনো মাধ্যমে তার অবসরের ঘোষণা দেননি। ফলে এখন পর্যন্ত বিষয়টি গুজব।

মূলত, বিশ্বকাপের শেষভাগে মাহমুদউল্লাহ রিয়াদের বাজে পারফরম্যান্স, বিশ্বকাপ জিতে কোহলি-রোহিতের অবসর ঘোষণার পর বাংলাদেশের বিভিন্ন ক্রিকেট ভিত্তিক পেজ-গ্রুপে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর দাবি ও এখনও অবসর না করার বিষয়টি নিয়ে ট্রল করা হয়। পরবর্তীতে এসব ট্রল ছাপিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেয়ার সরাসরি দাবিও প্রচার করা হয়। তবে মাহমুদউল্লাহ রিয়াদ এখন পর্যন্ত অবসরের কোনো ঘোষণা দেননি।

সুতরাং, মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন- শীর্ষক দাবিটি গুজব। 

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis
  • Statement: Mohammad Zahidur Rahman Chowdhury, BCB Media Wing 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img