বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ছবি দাবিতে ভারতীয় মডেলের সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহি দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো মাহিয়া মাহির নয়। বরং, ইন্টারনেট থেকে আর্চিকা গুপ্তা (Archika Gupta) নামের ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের এক মেয়ের ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে মাহিয়া মাহির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Santanu Karmakar’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ জুলাই প্রচারিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিতে উক্ত নারীর মুখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্ট থেকে জানা যায়, ছবিগুলো ‘Archika Gupta’ নামের একজন নারীর। পোস্টে মেনশন থাকা Archika Gupta -এর ফেসবুক অ্যাকউন্ট থেকেও ছবিগুলো ১১ জুলাই প্রচার করতে দেখা যায়। 

ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, আর্চিকা গুপ্তা (Archika Gupta) ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে বসবাস করেন। এছাড়াও জানা যায়, তিনি ফ্যাশন মডেলিং করেন।

অর্থাৎ, মূল ছবিগুলো আর্চিকা গুপ্তা (Archika Gupta) নামের একজন ভারতীয় ফ্যাশন মডেলের।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে আর্চিকা গুপ্তা (Archika Gupta))-এর ছবির ওপর মাহিয়া মাহির মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, অভিনেত্রী মাহিয়া মাহি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

  • Santanu Karmakar : Facebook Post
  • Archika Gupta : Facebook Post

আরও পড়ুন

spot_img