লটারির টিকেট বিক্রির নামে আর্থিক প্রতারণা

সম্প্রতি, “ধ্রুব আলো একাই একশোনামের একটি ফেসবুক একাউন্ট হতে “📢আজকে রাতে লটারি ড্র অনুষ্ঠিত হবে য়ারা এখনো লটারির টিকিট কাটেন নাই শুধু মাত্র তাড়া ( 01998554232 )এই নম্বর এ ফোন দিন আর টিকিট সংগ্রহ করুন টিকিট এর মূল 100 টাকা করে।📣” শীর্ষক শিরোনাম একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্ট গুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, লটারি ড্র অনুষ্ঠিত শীর্ষক দাবিতে লটারির মাধ্যমে নগদ অর্থ প্রদানের জন্যে লটারির টিকেট বিক্রির ক্যাম্পেইনটি ভুয়া এবং আর্থিক প্রতারণার উদ্দেশ্যে উক্ত ক্যাম্পেইনটি পরিচালনা করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, উক্ত ক্যাম্পেইনটি “ধ্রুব আলো একাই একশো” নামের একটি ফেসবুক একাউন্ট দ্বারা পরিচালিত “বাংলাদেশ লটারি গুরুপ (পুলিশ)” নামের একটি ফেসবুক গ্রুপে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। উক্ত গ্রুপটি ২০২০ সালের ২১ নভেম্বর ‘Ring id অনলাইন জব(কমিউনিটি জব)’ নামে খোলা হয়। পরবর্তীতে ২০২২ সালের ১৫ জানুয়ারি গ্রুপটির নাম পরিবর্তন করে “বাংলাদেশ লটারি গুরুপ (পুলিশ)” করা হয়।

উক্ত গ্রুপটিতে একই দাবিতে একই নাম্বার ব্যবহার করে বিভিন্ন সময় বিকাশ, নগদ, গ্রামীণ ব্যাংকপ্রবাসীদের পক্ষ থেকে লটারির মাধ্যমে নগদ অর্থ প্রদানের কথা বলা হলেও উক্ত দাবিটির কোনো ভিত্তি খুঁজে পাওয়া নি।

লটারি

লটারির টিকেট বিক্রির ক্যাম্পেইন এর ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত নাম্বার (01998554232) এ রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপর প্রান্ত হতে কল রিসিভ করা ব্যক্তি কথিত লটারির মাধ্যমে অর্থ প্রদানের দাবির বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে কলটি বিচ্ছিন্ন করে দেন।

লটারির মাধ্যমে নগদ অর্থ প্রদানের বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্তৃপক্ষের সাথে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা সামাজিক মাধ্যমে চলমান লটারির ক্যাম্পেইনকে ভুয়া নিশ্চিত করে জানান, ‘এই ধরণের কোনো লটারির সাথে ব্যাংকের কোনো সম্পৃক্ততা নেই‘।

অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে লটারি সম্পর্কিত একটি সতর্কবার্তায় বলা হয়েছে, “সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রতারক চক্র নকল ওয়েবসাইট ও গ্রুপ তৈরি করে নানা ধরণের মিথ্যা অফার দেখিয়ে গ্রাহকদের টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনাদের প্রতি অনুরোধ, এ ধরণের মিথ্যা অফারের লোভে পড়ে কিংবা প্রতারিত হয়ে কোন ওয়েবসাইট অথবা অন্য কোন মাধ্যমে কোন আর্থিক লেনদেন করবেন না।”

এছাড়াও, লটারির ক্যাম্পেইনের অংশ হিসেবে করা একটি ফেসবুক পোস্টে এফপিএবি লটারির যে ছবি সংযুক্ত করে প্রচার করা হয়েছে তা ২০১৯ সালে ১৭ ফেব্রুয়ারিতে মূলধারার গণমাধ্যম “Channel 24” এর ইউটিউব চ্যানেলে “এফপিএবি লটারি বিজয়ীদের পুরস্কার প্রদান” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া খণ্ড চিত্র যার সাথে আলোচিত পোস্টগুলোর লটারির বিজ্ঞপ্তির কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম, পূর্বেও লটারির ক্যাম্পেইন সম্পর্কিত তথ্যকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

বিভিন্ন ব্যাংকের নামে প্রচারিত লটারির মাধ্যমে নগদ অর্থ প্রদানের ক্যাম্পেইনটি ভুয়া

সুতরাং, “বাংলাদেশ লটারি গুরুপ (পুলিশ)” নামের ফেসবুক গ্রুপে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নামে লটারির মাধ্যমে নগদ অর্থ প্রদান শীর্ষক ক্যাম্পেইনটি ভিত্তিহীন এবং ভুয়া।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আজকে রাতে লটারি ড্র অনুষ্ঠিত হবে য়ারা এখনো লটারির টিকিট কাটেন নাই শুধু মাত্র তাড়া ( 01998554232 )এই নম্বর এ ফোন দিন আর টিকিট সংগ্রহ করুন টিকিট এর মূল 100 টাকা করে।
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img