লস অ্যাঞ্জেলেসে দাবানলে কথিত আল হিকমাহ মসজিদ অক্ষত থাকার দাবিটি ভুয়া

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গত ৮ জানুয়ারি ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ বেশ কিছু মসজিদের ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, দাবানলে চারপাশ পুড়ে ছাই হয়ে গেলেও একটি মসজিদ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। নেটিজেনরা ছবিগুলোতে দেখানো মসজিদটির নাম আল-হিকমাহ বলে দাবি করেছেন এবং এটিকে একটি ‘অলৌকিক ঘটনা’ হিসেবে উল্লেখ করে প্রচার করছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লস অ্যাঞ্জেলেসের দাবানলে কথিত আল-হিকমাহ মসজিদ অক্ষত থাকার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এই দাবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি কিছু ছবির মাধ্যমে প্রচার করা হচ্ছে। পাশাপাশি, লস অ্যাঞ্জেলেসে “আল-হিকমাহ” নামে কোনো মসজিদের অস্তিত্ব পাওয়া যায়নি।

অনুসন্ধানের শুরুতে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে ছবিগুলোর বাম কোণে ‘Islamic…’ লেখা অস্পষ্ট একটি জলছাপ দেখা যায়। বিষয়টির সূত্রে ‘Islamic Vibes’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১২ জানুয়ারি ‘Allahu Akbar, White Mosque Saved from Los Angeles Fire’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির শিরোনামে দাবানলের মধ্যে একটি সাদা মসজিদ অক্ষত থাকার দাবি করা হয়। ভিডিওটির ৩ মিনিট ৫৪ সেকেন্ডের সময় মসজিদটির নাম ‘Masjid Al Hikmah’ (মসজিদ আল হিকমাহ) বলে দাবি করা হয় এবং ভিডিওজুড়ে আলোচিত ছবিগুলো প্রদর্শিত হয়। ফলে, লস অ্যাঞ্জেলেসের দাবানলে আল-হিকমাহ মসজিদ অক্ষত থাকার দাবিটি এই ভিডিও থেকেই ছড়িয়েছে বলে প্রতীয়মান হয়।

তবে, ভিডিওটির বিবরণে ‘Altered Content’ লেবেল দেখা যায়। ইউটিউবে এই লেবেলটি কৃত্রিমভাবে তৈরি বা পরিবর্তিত ভিডিও চিহ্নিত করতে ব্যবহার করা হয়। কনটেন্ট আপলোডের সময় ক্রিয়েটররা YouTube Studio-তে “Altered Content” সেটিংসের মাধ্যমে এটি প্রকাশ করতে পারেন।

Screenshot: YouTube.

পাশাপাশি, ভিডিওটির মন্তব্য বিভাগ পর্যবেক্ষণ করে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একাধিক বাসিন্দা এই ঘটনাটিকে অসত্য বলে দাবি করেছেন। এক বাসিন্দা মন্তব্যে লেখেন, “এটি সত্য নয়। আমি লস অ্যাঞ্জেলেসে থাকি। দয়া করে এই ভিডিওটি সরিয়ে নিন। আলতাদেনার মসজিদ আল তাকওয়া দাবানলে পুড়ে গেছে। আপনি কি কিং ফাহাদ মসজিদ বা ICSC-কে সাদা মসজিদ হিসেবে উল্লেখ করছেন? এগুলো আগুনের এলাকা থেকে অনেক দূরে। দয়া করে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করা বন্ধ করুন। ইসলাম মিথ্যা প্রচার করে না। সুবহান’আল্লাহ।”

Screenshot: YouTube.

এই মন্তব্যের সূত্র ধরে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র (, ) থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেসের আলতাদেনায় অবস্থিত মসজিদ আল তাকওয়া দাবানলে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এমনকি, মসজিদটি পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে ফান্ডরাইজিং কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া, লস অ্যাঞ্জেলেসে আল-হিকমাহ নামের কোনো মসজিদের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং যুক্তরাজ্যের স্কটল্যান্ডের অ্যাবারডিন শহরে আল-হিকমাহ নামের মসজিদ রয়েছে। 

Screenshot: Google Maps. 

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবির ভিত্তিতে লস অ্যাঞ্জেলেসে দাবানলে আল-হিকমাহ নামের কথিত মসজিদ অক্ষত থাকার দাবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img