তৌহিদ আফ্রিদির বাটার শো-রুমে লুটপাটের দাবিটি ভুয়া

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি হিসেবে গত ২৪ আগস্ট বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর রাজধানীতে থাকা তার বাটা জুতার শো-রুম লুটপাট করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত এপ্রিল মাসে সিলেটে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কেএফসি, ইউনিমার্ট, বাটা, ডমিনোজ পিৎজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে ব্যাপক ভাঙচুর চালায়। একইসঙ্গে বাটার শো-রুমে লুটপাট করা হয়। সেই সময়কার দৃশ্য এটি। 

অনুসন্ধানে দেশটিভির ইউটিউব চ্যানেলে গত ০৭ এপ্রিল প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, বাটার শো-রুমে লুটপাট ও ভাঙচুরের দৃশ্য এটি। এছাড়া, ভিডিওটিতে ঘটনার বর্ণনা দিতে থাকা ব্যক্তিকে সিলেটের আঞ্চলিক ভাষায় বর্ণনা দিতে শোনা যায়। 

একই ভিডিও একই তারিখে মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করতে দেখা যায়। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড করে বাংলা ট্রিবিউনে ওয়েবসাইটে ০৮ এপ্রিল “বাটা শোরুম থেকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন, আটক ১৪” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৭ এপ্রিল ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল ছিল সিলেটে। এ সময় বিক্ষুব্ধ জনতা কেএফসি, ইউনিমার্ট, বাটা, ডমিনোজ পিৎজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে ব্যাপক ভাঙচুর চালায়। একইসঙ্গে বাটার শোরুমে লুটপাট করা হয়। ঘটনার পরদিন পুলিশ রাতভর অভিযান চালিয়ে লুটপাটের দায়ে ১৪ জনকে আটক করেছিল।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, বাটা একটি বহুজাতিক কোম্পানি। তারা সরাসরি দোকান পরিচালনার পাশাপাশি ডিস্ট্রিবিউশন/ ডিলারশিপের মাধ্যমে তৃতীয় পক্ষকে পণ্য বিক্রির অনুমতি দেয়। তবে তৌহিদ আফ্রিদির বাটার কোনো ডিলারশিপ আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সুতরাং, গত এপ্রিল মাসে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সিলেটে বাটার শো-রুমে লুটপাটের ভিডিওকে তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর তাঁর বাটা জুতার শোরুমে লুটপাটের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img