সম্প্রতি “হিন্দু হওয়ার কারণে লিটন দাস জাতীয় দলের অধিনায়ক হতে পারেননি” শীর্ষক শিরোনামের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হিন্দু হওয়ায় লিটন অধিনায়ক হতে পারেননি’ শীর্ষক দাবিটি সঠিক নয় বরং গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে জাতীয় দৈনিক ‘সমকাল’ পত্রিকায় ওয়েবসাইটে ২০২১ সালের ০১ এপ্রিল “অধিনায়ক লিটন, থাকছেন না মাহমুদউল্লাহ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, “অকল্যান্ডের ইডেন পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে এই ম্যাচে। চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস।”
পরবর্তীতে ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Cricbuzz’ এর ওয়েবসাইটে উক্ত ম্যাচের স্কোরকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত স্কোরকার্ডে বাংলাদেশ দলের একাদশে লিটন দাসকে অধিনায়ক হিসেবে দেখা যায়।
তাছাড়া, জনপ্রিয় ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘Cricinfo’ এর ওয়েবসাইটেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কদের তালিকায় লিটনের নাম খুঁজে পাওয়া যায়।
অনুসন্ধানে মূল ধারার সংবাদমাধ্যম ‘Allrounder’ এর ফেসবুক পেজে গত ৪ আগস্ট প্রকাশিত এক ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, একটি সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, অধিনায়ক নির্বাচনের শর্টলিস্টে লিটনও আছেন।
পরবর্তীতে সাকিবকেই অধিনায়ক নির্বাচিত করা হয়।
অর্থাৎ, হিন্দু হওয়ার জন্য লিটন দাস বাংলাদেশ দলের অধিনায়ক হতে পারেননি এমন দাবি সত্য নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে লিটন একটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
মূলত, ‘লিটন দাস হিন্দু হওয়ায় বাংলাদেশের অধিনায়ক হতে পারেননি’ শীর্ষক দাবিতে একটি পোস্ট সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে, অনুসন্ধানে দেখা যায় গতবছর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সে সময়ের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ’র অনুপস্থিতিতে লিটন দাস অধিনায়কত্ব পালন করেছেন এবং তিনি বর্তমানে বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন। অর্থাৎ, লিটন অধিনায়ক হতে পারেননি শীর্ষক দাবিটি বানোয়াট আর ধর্ম পরিচয়ও কোনো বাঁধা নয় বরং অধিনায়ক হিসেবে সাকিব-তামিম-রিয়াদের মতো অপশন থাকায় এবং লিটনের অধিনায়ক হওয়ার উপযুক্ত সময় না আসায় এখনো তার নিয়মিত অধিনায়ক হওয়া হয়নি।
উল্লেখ্য, বিগত সময়েও একাধিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। সর্বশেষ গত অক্টোবরে শ্রীলংকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লিটন দাস অধিনায়কত্ব করেছিলেন।
প্রসঙ্গত, লিটন দাসের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে ২০১৫ সালে। জাতীয় দলের হয়ে গেল ৭ বছরে ৩৫ টি টেস্ট, ৫৭ টি ওয়ানডে এবং ৬৫ টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন লিটন (৬ নভেম্বর পর্যন্ত)।
সুতরাং, হিন্দু হওয়ার কারণে লিটন দাসের অধিনায়ক না হওয়ার দাবিটি মিথ্যা।