সম্প্রতি, ‘লিওনেল মেসি আর্জেন্টিনার অনুর্ধ্ব-১৭ দলের ফুটবলার আলেজান্দ্রো গার্নাচোকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আনফলো করেছেন’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, গত ২৬ নভেম্বর এভারটনের বিপক্ষে গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর মত উদযাপন করার জন্য লিওনেল মেসি তাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন।
গণমাধ্যমে প্রচারিত ভিডিও দেখুন- খেলাযোগ ফেসবুক (আর্কাইভ) এবং ইউটিউব (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এছাড়া মূলধারা অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের আর্টিকেলেও একই ভুল তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২৬ নভেম্বর এভারটনের বিপক্ষে গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর মত উদযাপন করার কারণে আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৭ দলের ফুটবলার আলেজান্দ্রো গার্নাচোকে লিওনেল মেসি আনফলো (Unfollow) করার দাবিটি সত্য নয় বরং লিওনেল মেসি তাকে কখনও ইনস্টাগ্রামে Follow (অনুসরণ) করতেন না।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রিও ফার্ডিনান্ড তার ইউটিউব চ্যানেলে গত ২৭ নভেম্বর “Garnacho Goal Better Than Rooney?। Rio Comes To The Defence Of Gary Neville Career” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি টকশো করেন।
৪৯ মিনিট ১৫ সেকেন্ডের টক শোটি পর্যবেক্ষণ করে দেখা যায়, রিও ফার্ডিনান্ড ভিডিওটির ১৭ মিনিটে বলেন, আলেজান্দ্রো গার্নাচো আমাকে বলেছে মেসি তাকে (গার্নাচোকে) আনফলো করেছে।
রিও ফার্ডিনান্ড এই মন্তব্যের পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে, আলেজান্দ্রো গার্নাচোর ভাই রবার্তো গার্নাচো তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট করেন।
পোস্টে তিনি বলেন, মিথ্যা, মেসি কখনো তাকে (গার্নাচোকে) অনুসরণই করেননি।
আলেজান্দ্রো গার্নাচোর ভাইয়ের এক্স পোস্টে রিও ফার্ডিনান্ড এটি সার্কাজম বা মজা করে বলেছেন উল্লেখ করে একটি মন্তব্য করেছেন।
অপরদিকে লিওনেল মেসির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়, লিওনেল মেসি তার ইনস্টাগ্রাম থেকে ৩০৭ টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অনুসরণ করছেন।
অর্থাৎ, লিওনেল মেসি যদি ২৬ নভেম্বরের পর গার্নাচোকে আনফলো করে থাকেন তাহলে লিওনেল মেসির ইনস্টাগ্রাম Following অবশ্যই ৩০৭ এর বেশি হতে হবে। অন্তত ৩০৮ হতে হবে।
তবে, সমাজিক মাধ্যম পরিসংখ্যান ও বিশ্লেষণ সংক্রান্ত ওয়েবসাইট Social Blade-এলিওনেল মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ নভেম্বর থেকে লিওনেল মেসির ইনস্টাগ্রাম ফলোয়িং সংখ্যা কমেনি বরং দুইটি বেড়েছে।
ওয়েবসাইটটিতে লিওনেল মেসির গত ১৫ দিনের INSTAGRAM STATS SUMMARY তে দেখা যায়, লিওনেল মেসির ফলোয়িং সংখ্যা গত ১৭ নভেম্বর একটি বেড়েছে, ১৮ নভেম্বর একটি কমেছে ও ১৯ নভেম্বর একটি বেড়েছে এবং সর্বশেষ ২৮ নভেম্বর আরও দুইটি বেড়েছে।
অর্থাৎ, Social Blade এর সামাজিক যোগাযোগ মাধ্যম পরিসংখ্যান থেকে নিশ্চিত হওয়া যায় ২৬ নভেম্বরের পর লিওনেল মেসি তার ইনস্টাগ্রাম থেকে কাউকে আনফলো করেননি বরং নতুন দুইটি অ্যাকাউন্টকে ফলো করেছেন।
মূলত, গত ২৬ নভেম্বর আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৭ দল ও ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এভারটনের বিপক্ষে গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর মত উদযাপন করেন। পরবর্তীতে, গত ২৭ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের সাবেক ফুটবলার রিও ফার্ডিনান্ড তার ইউটিউব চ্যানেলের একটি টক শোতে মেসি গার্নাচোকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করেছেন বলে গার্নাচো তাকে (রিও ফার্ডিনান্ড) জানিয়েছেন বলে মন্তব্য করেন। তার উক্ত মন্ত্যবের প্রেক্ষিতে, ‘গত ২৬ নভেম্বর এভারটনের বিপক্ষে গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর মত উদযাপন করার জন্য লিওনেল মেসি গার্নাচোকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন’ দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এক এক্স (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে গার্নাচোর ভাই জানায়, লিওনেল মেসিকে কখনো ফলো বা অনুসরণ করেননি। পরবর্তীতে রিও ফার্ডিনান্ড গার্নাচোর ভাইয়ের এক্স পোস্টের কমেন্টে উক্ত বিষয়টি তিনি মজার ছলে বলেছেন বলে মন্তব্য করেন। এছাড়া রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানেও দেখা যায়, লিওনেল মেসি তার ইনস্টাগ্রাম থেকে গত ২৬ নভেম্বরের পর থেকে কোনো অ্যাকাউন্ট আনফলো করেননি বরং দুইটি অ্যাকাউন্টে ফলো দিয়েছেন।
উল্লেখ্য, পূর্বেও লিওনেল মেসি আলেজান্দ্রো গার্নাচোকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর মত উদযাপন করায় নিজ দেশের ফুটবলার আলেজান্দ্রো গার্নাচোকে লিওনেল মেসি ইনস্টাগ্রামে থেকে আনফলো করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rio Ferdinand Tolk Show
- Alejandro Garnacho Brother X Post
- Sportskeeda- Rio Ferdinand slammed by Alejandro Garnacho’s brother for claiming Lionel Messi unfollowed him on Instagram for Cristiano Ronaldo claim
- Social Blade- Leo Messi INSTAGRAM STATS SUMMARY