এভারেস্টে আর্জেন্টিনার পতাকা হাতে মেসির ভাইরাল ছবিটি ভুয়া

সম্প্রতি, ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, মেসি আর্জেন্টিনার পতাকা হাতে মাউন্ট এভারেস্টে।

মেসি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাউন্ট এভারেস্টে আর্জেন্টিনার পতাকা হাতে মেসির ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে কিছু অসংগতি ধরা পড়ে, যা সাধারণত এআই-নির্মিত ছবিতে দেখা যায়। যেমনঃ মেসির চোখ, বাম হাতের তর্জনী ও মধ্যমাতে অসংগতি। এছাড়াও, ছবির আলো ও ছায়ার গঠনও বেশ অস্বাভাবিক মনে হচ্ছে।

Analysis: Rumor Scanner

তাছাড়া, বিষয়টি আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট হাইভ মডারেশনের সাহায্য নেওয়া হয়। এই ওয়েবসাইটের বিশ্লেষণেও ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯.৮% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

Screenshot: HIVE MODERATION

এছাড়া বিশ্বস্ত কোনো সূত্রেও মেসির সাম্প্রতিক এভারেস্টে চড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি মাউন্ট এভারেস্টে মেসির একটি ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • HIVE MODERATION: Analysis
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img