শনিবার, সেপ্টেম্বর 23, 2023
spot_img

মেসি কর্তৃক ছোটবেলার ক্লাব কিনে নেয়ার তথ্যটি মিথ্যা

সম্প্রতি “লিও মেসি তার ছোট বেলার ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাব কিনে নিয়েছেন” শীর্ষক শিরোনাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে , এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লিওনেল মেসি কর্তৃক তার ছোটোবেলার ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ কিনে নেওয়ার বিষয়টি সত্য নয় বরং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ব্যতিত উক্ত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে দেখা যায়, গত ০৩ আগস্ট ‘Información Real De Fútbol’ নামের একটি টুইটার একাউন্ট হতে স্প্যানিশ ভাষায় করা একটি টুইটে কোনো তথ্যসূত্র ছাড়া দাবি করা হয়, “Lionel Messi compró Newells Old Boys” যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায় লিওনেল মেসি নিউয়েলস ওল্ড বয়েজ কিনে নিয়েছেন। মূলত উল্লিখিত টুইটটির পরই উক্ত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে স্প্যানিশ ভাষার উক্ত টুইটটি অনুবাদিত হয়ে বাংলাদেশেও ফেসবুকে ব্যাপকভাবে প্রচারিত হয়।

তবে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধানে, নিউ ওয়েলস ওল্ড বয়েজ এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট ও ওয়েবসাইটে উক্ত বিষয় সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া আন্তর্জাতিক বা আর্জেন্টিনার স্থানীয় কোনো গণমাধ্যমে এরকম কোনো সংবাদ পাওয়া যায় নি।

তাছাড়া, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী আর্জেন্টিনার ক্লাবগুলো একক ব্যক্তি মালিকানাধীন হতে পারেনা। ক্লাবগুলোতে মাসিক ফি প্রদান করে এমন ভক্ত ও সদস্য ক্লাবগুলোর মালিকানাধীন হয়ে থাকে।

মূলত, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত “লিওনেল মেসির ছোটোবেলার ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ কিনে নিয়েছে” শীর্ষক একটি তথ্য ভিত্তিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সুতরাং, মেসি তার ছোটোবেলার ক্লাব নিও ওয়েলস ফুটবল ক্লাব কিনে নিয়েছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Newell’s Old Boys Website: https://www.newellsoldboys.com.ar/

Newell’s Old Boys Twitter: https://mobile.twitter.com/newells?lang=এন

Reuters Website: https://www.reuters.com/article/uk-soccer-argentina-idUKKCN1MT00J 

Reuters Website: https://www.reuters.com/article/uk-soccer-argentina-idUKKCN1MX38O

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img