২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ গত ০৪ সেপ্টেম্বর এ রায় দেন। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, চট্টগ্রামে ২১ আগস্ট মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়ার বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ মিছিলের দৃশ্য এটি।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০১৮ সালে ২১ আগস্টের মামলায় লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান, হারিছ চৌধুরিসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের প্রতিবাদে চট্টগ্রামে মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ২০১৮ সালের ১০ অক্টোবর মূলধারার সংবাদমাধ্যম নিউজ২৪ এর চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বিষয়ে দেওয়া বর্ণনা থেকে জানা যায়, সে বছরের ১০ অক্টোবর ২০০৪ সালের ২১শে অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে জড়িত থাকার দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও হারিছ চৌধুরিসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এর প্রতিবাদে চট্টগ্রামে আদালত চত্বরে মিছিল বের করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। এটি সে সময়েরই ভিডিও।

একইদিনে অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০১৮ সালের ভিন্ন ঘটনার।
সুতরাং, ২১ আগস্ট মামলার আসামিদের বেকসুর খালাসের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবীদের বিক্ষোভ দাবিতে ২০১৮ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- News24: YouTube Video