আইনমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে সংসদ থেকে টেনে বের করে দেওয়ার গুজব

সম্প্রতি, আইনমন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে জাতীয় সংসদ থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়েছে দাবিতে ‘সংসদ থেকে টেনে হিঁচড়ে বের করে দিলো আইনমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে’ শীর্ষক থাম্বনেইল ও একই তথ্য সম্বলিত একটি শিরোনামে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

আইনমন্ত্রী

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আনিসুল হক ও ওবায়দুল কাদেরকে জাতীয় সংসদ থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার দাবিটি সঠিক নয় বরং, পাকিস্তানের সংসদে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে হওয়া হাতাহাতির ঘটনায় প্রকাশিত দুটি ভিডিও প্রতিবেদনের কিছু অংশের সাথে মিশরের জর্ডানের সংসদে এমপিদের মধ্যে ঘটা হাতাহাতির ঘটনার ফুটেজ যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওটির শুরুতে একজন সংবাদ পাঠিকাকে দেখতে পাওয়া যায়। যার পরই একটি হাতাহাতির ভিডিও দেখানো হয়। পরবর্তীতে আরেকজন সংবাদ পাঠককে দেখতে পাওয়া যায়। এদের কেউই আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করেননি। এরপর একজনের অপ্রাসঙ্গিক একটি আন্দোলনের ভিডিও দেখানো হয়।

ভিডিও যাচাই ১

আলোচিত ভিডিওর প্রথম ভিডিও ক্লিপটির বিষয়ে অনুসন্ধানে সংবাদ পাঠিকার ‘পার্লামেন্ট অধিবেশন শুরু হতেই স্পিকারের আসনের পাশে জড়ো হয়ে’ শীর্ষক কথার সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Jamuna TV এর ইউটিউব চ্যানেলে গত ২৯ ফেব্রুয়ারি বিক্ষোভ-হট্টগোল দিয়ে শুরু পাকিস্তানের সংসদ অধিবেশন | Pakistan Parliament | Jamuna TV শীর্ষক শিরোনামে প্রচারিত একটি মাল্টিমিডিয়া প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর শুরুতে দেখানো সংবাদপাঠিকার ভিডিওটির সাথে এটির  মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner

এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের দিন স্পিকারের আসনের পাশে জড়ো হয়ে কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান দেন স্বতন্ত্র এমপিরা। উক্ত সংবাদটি এই ঘটনার উপর ভিত্তি করেই করা হয়েছে। যার সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ২

পরবর্তীতে আলোচিত ভিডিওতে দেখানো হাতাহাতির ভিডিওটি অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম The Guardian এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৯ ডিসেম্বর MPs push and shove in Jordan parliament brawl শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে দেখানো হাতাহাতির ভিডিওটির সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner

পাশাপাশি ভিডিওটি থেকে জানা যায়, উক্ত হাতাহাতির ঘটনাটি বাংলাদেশের নয় বরং জর্ডানের সংসদের। সেসময় প্রস্তাবিত সংবিধান সংশোধন নিয়ে বিতর্কের সময় একজন সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে এই হাতাহাতি শুরু হয়।

ভিডিও যাচাই ৩

সর্বোপরি আলোচিত ভিডিওতে দেখানো দ্বিতীয় সংবাদের ভিডিওটি অনুসন্ধানে সংবাদপাঠকের ‘পার্লামেন্ট অধিবেশনে দ্বিতীয় দিনের মত বাঁধা দেওয়া হয়’ শীর্ষক কথাটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Jamuna TV এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৫ জুন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে পাকিস্তানের পার্লামেন্টে হাতাহাতি | Pakistan Parliament Clash শীর্ষক শিরোনামে প্রচারিত একটি মাল্টিমিডিয়া প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যলোচনা করে আলোচিত ভিডিওতে দেখানো সংবাদপাঠকের ভিডিও ক্লিপটির সাথে মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, পাকিস্তানের পার্লামেন্টে দ্বিতীয় দিনের মত বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফের বক্তব্যে বাঁধা দেওয়া হলে সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যা নিয়েই উক্ত সংবাদটি প্রচার করা হয়েছে। এর সাথে আইনমন্ত্রী আনিসুল হক কিংবা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো সম্পর্ক নেই।

পরবর্তীতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোনো সংসদ অধিবেশনে আলোচিত দাবিটির সাথে সাদৃশ্যপূর্ণ কোনো ঘটনা  ঘটেছে কিনা তা জানতে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, ২০২১ সালে জর্ডানের সংসদে প্রস্তাবিত সংবিধান সংশোধন নিয়ে বিতর্কের এক পর্যায়ে এক সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে সেসময় পার্লামেন্ট ভবনে হাতাহাতির ঘটনা ঘটে। সম্প্রতি, উক্ত ঘটনার ভিডিওর সাথে পাকিস্তানের সংসদ ভবনের পুরোনো একটি হাতাহাতির ঘটনার সংবাদ এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সংসদ ভবনে ইমরান খানের মুক্তি দাবিতে স্বতন্ত্র সংসদ সদস্যদের দেওয়া স্লোগানের ঘটনায় প্রকাশিত সংবাদের ভিডিও যুক্ত করে ‘সংসদ থেকে টেনে হিঁচড়ে বের করে দিলো আইনমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে’ শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

সুতরাং, আইনমন্ত্রী আনিসুল হক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে জাতীয় সংসদ থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img