এগুলো সম্প্রতি শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহতদের ছবি নয়

সম্প্রতি, “আনন্দ ভ্রমণ মুহূর্তেই কেড়ে নিল ১৭ জন মাদ্রাসা ছাত্র-শিক্ষকের তাজা প্রাণ ৷ আরো অনেকেই নিখোঁজ রয়েছেন ৷ রবিবার দুপুর ২ টায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আসার পথে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম ভি আশরাফ উদ্দিন ডুবে যায়।” শীর্ষক শিরোনামে দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবি দুইটি রবিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ‘এমএল আশরাফউদ্দিন’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবি ঘটনায় নিহতদের ছবি নয় বরং এগুলো ২০২০ সালে নেত্রকোনা জেলার রাজালীকান্দা হাওরে ট্রলারডুবিতে নিহতদের পুরোনো ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘Jaki Rul’ নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ০৫ আগস্টে “নেত্রকোনা মদন উপজেলা মিনি কক্সবাজার উচিতপুর হাওরে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির কিছু খণ্ডিত দৃশ্যের সাথে সম্প্রতি শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহত দাবিতে ছড়িয়ে পড়া ছবি দুইটির হুবুহু মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot from YouTube

পরবর্তীতে উক্ত ইউটিউব ভিডিওর শিরোনামের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় মূলধারার গণমাধ্যম ডেইলি ইনকিলাবের ওয়েবসাইটে ২০২০ সালের ০৫ আগস্টে “নেত্রকোনার হাওরে ট্রলার ডুবিঃ ১৭ জন মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারঃ নিখোঁজ ১” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে সংযুক্ত ছবির সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া দুইটি ছবির একটির হুবহু মিল লক্ষ্য করা যায়।

Screenshot from The Daily Inqilab website

এছাড়া, ২০২০ সালের নেত্রকোনা জেলার রাজালীকান্দা হাওরে ট্রলারডুবির ঘটনা নিয়ে দেশীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০২০ সালের ৫ আগস্টে নেত্রকোনার মদন উপজেলার উচিৎপুর হাওরে ঘুরতে এসে ট্রলারডুবি ঘটে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছিলো। উক্ত ঘটনার দুইটি ছবিকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ‘এমএল আশরাফউদ্দিন’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবি ঘটনায় নিহতদের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Also Read: আগুনে পুড়ে যাওয়া টাকার ছবিটি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের নয়

উল্লেখ্য, আজ (২০ মার্চ) শীতলক্ষ্যা নদীর মাহমুদনগর কলাবাগান এলাকায় রূপসী-৯ নামের কার্গোর ধাক্কায় অন্তত ৩০ যাত্রীসহ এমএল আশরাফউদ্দিন নামের একটি লঞ্চ ডুবে যায় উক্ত লঞ্চডুবির ঘটনায় কার্গো এমভি রূপসী-৯ জব্দ করেছে নৌ পুলিশ।

লঞ্চ
Screenshot from Prothom Alo website

প্রসঙ্গত, উক্ত লঞ্চ ডুবির ঘটনায় এ প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ০৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যম সূত্র জানা গেছে।

সুতরাং, ২০২০ সালে নেত্রকোনা জেলার উচিৎপুর হাওরে ট্রলারডুবির ঘটনায় ধারণকৃত দুইটি ছবিকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী ‘এমএল আশরাফউদ্দিন’ নামের লঞ্চডুবি ঘটনায় নিহতদের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আনন্দ ভ্রমণ মুহূর্তেই কেড়ে নিল ১৭ জন মাদ্রাসা ছাত্র-শিক্ষকের তাজা প্রাণ ৷ আরো অনেকেই নিখোঁজ রয়েছেন ৷ রবিবার দুপুর ২ টায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আসার পথে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম ভি আশরাফ উদ্দিন ডুবে যায়
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. নেত্রকোনা মদন উপজেলা মিনি কক্সবাজার উচিতপুর হাওরে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু  – YouTube
  2. নেত্রকোনার হাওরে ট্রলার ডুবি ঃ ১৭ জন মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার ঃ নিখোঁজ ১ – Daily Inqilab
  3. হাওরজুড়ে কান্নার রোল – Samakal
  4. ‘মিনি কক্সবাজার’ ভ্রমণই কাল হল একই পরিবারের ৭ জনসহ ১৭ জনের – Jugantor
  5. শীতলক্ষ্যায় লঞ্চকে ধাক্কা দেওয়া কার্গো জব্দ – Prothom Alo
  6. শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, নিখোঁজ অনেকে | The Business Standard

আরও পড়ুন

spot_img