আগুনে পুড়ে যাওয়া টাকার ছবিটি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের নয়

সম্প্রতি ” ভেবে দেখেছেন কি ? চারদিকে এত পানি! কিন্তুু আগুন নিভানোর জন্য এই পানি কোন কাজেই আসলো না! . – যে টাকার পিছনে আমরা ঘুরি সেই টাকা পুড়ে ছাই হয়ে গেলো!” শীর্ষক তথ্য সম্বলিত একটি ছবি ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার নয় বরং এটি পূর্বে ঘটা কোনো ঘটনার ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ‘মুহাম্মদ কামরুল ইসলাম‘ নামের একটি ফেসবুক পেজে গত ২৭ সেপ্টেম্বরে “স্বপ্ন পুড়ে ছাই, কৃষি কাজ ও অন্যের জমিতে দিন মজুরি করে একটু একটু করে স্বপ্ন গড়ার লক্ষে এগিয়ে গেলেও আগুনের হাত থেকে রক্ষা পায় নি কিছুই” শিরোনামে প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, Sadman Sakif নামের অন্য আরেকটি ফেসবুক একাউন্ট থেকে একইদিনে প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়।

অভিযান

তবে উভয় পোস্টে আগুনে পোড়া টাকার এই ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ নেই। আলোচিত ছবিটির প্রকৃত স্থান, ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কিত কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে না পাওয়া গেলেও এটি নিশ্চিত যে ছবিটি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার বা সাম্প্রতিক সময়ের নয়।

উল্লেখ্য, একই ছবিটি গত অক্টোবরে পীরগঞ্জে জেলে পল্লীতে ঘর-বাড়িতে আগুন এবং পটুয়াখালী নিউমার্কেটের অগ্নিকান্ডের ঘটনাতেও প্রচার করা হয়েছিলো। সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেকিং সাইট ফ্যাক্টওয়াচ প্রতিবেদন প্রকাশ করে।

আরো পড়ুনঃ মামুনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ভিডিও নয় এটি

প্রসঙ্গত, গত ২৩ তারিখ (বৃহস্পতিবার) ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং এতে প্রায় ৪১ জন নিহত হয়।

সুতরাং, পুরোনো এবং ভিন্ন একটি অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যাওয়া টাকার ছবিকে সম্প্রতি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ভেবে দেখেছেন কি ? চারদিকে এত পানি! কিন্তুু আগুন নিভানোর জন্য এই পানি কোন কাজেই আসলো না! . – যে টাকার পিছনে আমরা ঘুরি সেই টাকা পুড়ে ছাই হয়ে গেলো!
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. September Facebook Posts: https://www.facebook.com/KamrulOfficialBD/posts/370897148017066 / https://perma.cc/SQD6-YU82
  2. September Facebook Posts: https://www.facebook.com/groups/mukto.mancho/posts/549533939443444/ / https://perma.cc/NL6M-6H5Y
  3. The Daily Star: https://www.thedailystar.net/bangla/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1/%E0%A6%B2%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%87-%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A7%AA%E0%A7%A7-297681

আরও পড়ুন

spot_img