মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

মেজর ডালিমের স্ত্রী নয়, এই ছবিগুলো পাকিস্তানি এক মডেলের 

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত অভিযোগে অভিযুক্ত মেজর ডালিম এর স্ত্রী’র ছবি দাবিতে সম্প্রতি ইন্টারনেটে ভিডিও আকারে কিছু ছবি প্রচার করা হয়েছে। 

মেজর ডালিম

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে মেজর ডালিমের স্ত্রীর ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো মেজর ডালিমের স্ত্রীর ছবি নয়। বরং, ছবিগুলো ফাওজিয়া সায়েদ হাই নামের পাকিস্তানি এক মডেলের যিনি ষাটের দশকে মারা যান।

অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে ছবিগুলোর আলাদা আলাদা কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ছবি ও  ভিডিও হোস্টিংয়ের মাধ্যম ফ্লিকারের ওয়েবসাইটে ‘Dr Ghulam Nabi Kazi’ নামের অ্যাকাউন্ট থেকে আপলোডকৃত ছবি অ্যালবাম ‘Khwaja Saeed Hai and Fawzia Saeed Hai’ এ আলোচিত ছবির কয়েকটি পাওয়া যায়।

Screenshot comparison: Rumor Scanner

এখানে প্রত্যেকটা ছবির আলাদা আলাদা বর্ণনা পাওয়া যায়, একটি ছবির বর্ণনায় লেখা রয়েছে, ফাওজিয়া ১৯৬০ সালের জানুয়ারিতে টেনিস লিজেন্ড খাজা সায়েদ হাইকে বিয়ে করেন। এছাড়াও, ছবির অ্যালবামটিতে ফাওজিয়া সায়েদ হাই এর আরও একাধিক ছবি দেখতে পাওয়া যায়, যেখানে ‘Khwaja Saeed Hai with his wife and child in the USA shortly before Fawzia’s sudden death in 1967 – at the age of 28 – she left behind three beautiful daughters and a son’ ক্যাপশন যুক্ত একটি ছবিতে তাকে স্বামী সন্তানসহ দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে অনুসন্ধানে ছবি শেয়ারিং ওয়েবসাইট পিন্টারেস্টে আরেকটি ছবি ছবি পাওয়া যায়। 

Screenshot comparison: Rumor Scanner

এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘Fawzia Saeed Hai’ নামক ফেসবুক পেজেও উক্ত ছবিগুলো পাওয়া যায়। ফেসবুক পেজটির ইন্ট্রোতে ‘This page is dedicated to my mother, Fawzia, to keep her memory alive through family, friends and ac’ লেখা রয়েছে।

অর্থাৎ, এটা নিশ্চিত যে মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচারিত এই ছবিগুলো ফাওজিয়া সায়েদ হাই নামের পাকিস্তানি এক মডেলের।

পরবর্তীতে ‘purana_pakistan’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফিচার লেখা থেকে জানা যায়, ফাওজিয়া সায়েদ হাই ১৯৪২ সালের ১৪ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৬৮ সালের ২৩ জুন মারা যান। তিনি পাকিস্তানের টেনিস কিংবদন্তি খাজা সায়েদ হাইয়ের প্রথম স্ত্রী ছিলেন। এবং জানা যায়, ১৯৫০ এর দশকের শেষের দিকে মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের প্রথম লাক্স লেডি হিসাবে পরিচিতি লাভ করেছিলেন।

সুতরাং, মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রয়াত পাকিস্তানি অভিনেত্রীর ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img