শিবিরের নির্দেশে কুয়েটে ছাত্রদের উপর হামলা দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে গতকাল (১৮ ফেব্রুয়ারি)। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এর প্রেক্ষিতে এক ব্যক্তিকে আটক করে কান ধরে স্বীকারোক্তি দেওয়ার একটি ভিডিও প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হচ্ছে, গতকালের সংঘর্ষের ঘটনায় এই ব্যক্তিকে আটক করার পর তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে, এই হামলার নির্দেশ দিয়েছে ছাত্রশিবির।

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ইউটিউবে পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিবিরের নির্দেশে কুয়েটে ছাত্রদের উপর হামলা দাবিতে ছড়ানো ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত বছরের জুলাইয়ে ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে হামলার ঘটনা পরবর্তী সময়ের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণে মূল ধারার গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো থাকলেও কিওয়ার্ড সার্চে গণমাধ্যমটির ভিডিও পাওয়া যায়নি। তবে একই ভিডিও ২০২৪ সালের ১৭ জুলাই একাধিক ফেসবুক পোস্টে একই ভিডিও পাওয়া যায়। অর্থাৎ, এটা নিশ্চিত যে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। 

Screenshot: Facebook

এই ভিডিও থেকে জানা যায়, এটি সে সময় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে হামলার ঘটনা পরবর্তী সময়ে৷ 

উক্ত তথ্যের সূত্রে পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও একই ভিডিও পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এই ঘটনা ১৬ জুলাই ঘটে বলে জানানো হয়৷ বলা হয়, রাজধানীর ঢাকা কলেজ–সংলগ্ন টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রাবাসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই আটক এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার বলে নিশ্চিত হওয়ার পর ফেসবুকে এ বিষয়ে গতরাতে পোস্ট করে রিউমর স্ক্যানার। পোস্টটি ভাইরাল হলে ইমরান সরকার নামে এক ব্যক্তির একটি ফেসবুক স্টোরি নজরে আসে রিউমর স্ক্যানারের। তিনি স্টোরিতে লিখেছেন, “সবার জানার উদেশ্য  বিষয়টি  উপস্থাপন করছি,, আমার যেই ভিডিওটি  ভাইরাল করার জন্য এক পক্ষ  আমাকে একটি। একটি রাজনরাজনৈতিক ভাবে জড়ানোর জন্য  বিশেষ  ভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি মূলত কোন রাজনৈতিক ভাবে জড়িত না৷।৷ যেই ভিডিওটি পাব্লিকলি ছড়ানো হয়েছে সেটি জুলাই আন্দলন এর সময়। সেইখানে  আমাকে জোর করে বাধ্য করা হয়েছে  বিবৃতি দেয়ানো হয়েছিল৷ ঠিক তেমন ভাবে৷ আবারও একদল৷ সেই বিষয়টি  কুয়েটের সাথে মিলানো হয়েছে। যা পুরোপুরি ভাবে ভিত্তিহীন। আমাকে তারা ব্যাক্তিগত ভাবে  হয়রানি৷ এবং তাদের উদ্দেশ্যে ব্যাবহার করা হয়েছে।৷ আমি আশংকিত যে ভবিষ্যৎয়েও ব্যবহার করতে পারে। এই বিষয়টি আপনারা আমাকে সহায়তা করবেন এটাই প্রত্যাশা। (বানান ও বাক্যের গঠন অপরিবর্তিত)

Screenshot: Facebook 

সুতরাং, কোটা আন্দোলনের সময়ের পুরোনো একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে শিবিরের নির্দেশে কুয়েটে ছাত্রদের উপর হামলা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img