সম্প্রতি, ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এ অংশ নিতে পাকিস্তান দল ভারতে যাওয়ার পর তাদেরকে স্বাগত জানিয়ে টুইটারে পাকিস্তান দলের জন্য পার্টি আয়োজনের কথা জানিয়েছেন ভারতের ক্রিকেটার ভিরাট কোহলি শীর্ষক একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন স্পোর্টস মেইল২৪।
একই দাবিতে ভুঁইফোঁড় একটি পোর্টালের প্রতিবেদন দেখুন এখানে।
একই দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তান দলের জন্য পার্টি আয়োজন নিয়ে কোনো টুইট করেননি ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি বরং কোহলির নামে চালু থাকা একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের খোঁজে উক্ত দাবিতে সংবাদ প্রকাশকারী Sportsmail24 এর সংবাদটি পড়ে জানা যায়, কোহলির একটি টুইটের বরাতে উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে।
সংবাদমাধ্যমটির দাবি, উক্ত টুইটে কোহলি লিখেছেন, “দীর্ঘ ৭ বছর পর পাকিস্তান ক্রিকেট দলকে আমার দেশে (ভারত) আগমনে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি আমার বন্ধুদের জন্য বিশেষ করে শাদাবের জন্য আমার বাড়িতে একটি পার্টির আয়োজন করবো। আপনাদের সবাইকে ভালোবাসি, সর্বদা ভালোবাসা এবং আনন্দ ছড়িয়ে দিন।”

উক্ত তথ্যের সূত্র ধরে এক্সে (সাবেক টুইটার) Virat Kohli নামক একটি অ্যাকাউন্টে (আর্কাইভ) আলোচিত টুইটটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, এটি কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট নয়৷ অ্যাকাউন্টের ইউজার নেমে লেখা, amiVkolhli, অর্থাৎ বাংলা ভাষার একটি উইজার নেম ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্টে। তাছাড়া, অ্যাকাউন্টের বায়োতেই স্পষ্ট করে লেখা রয়েছে, এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটি গত আগস্টে চালু করা হয়েছে।

পরবর্তীতে কোহলির অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসন্ধান করে পাকিস্তান দলের জন্য পার্টি আয়োজন সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।
পাশাপাশি, ভারতীয় গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের তথ্য পায়নি রিউমর স্ক্যানার।
মূলত, সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়, ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এ অংশ নিতে পাকিস্তান দল ভারতে যাওয়ার পর তাদেরকে স্বাগত জানিয়ে টুইটারে পাকিস্তান দলের জন্য পার্টি আয়োজনের কথা জানিয়েছেন ভারতের ক্রিকেটার ভিরাট কোহলি। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এমন কোনো টুইট করেননি কোহলি। প্রকৃতপক্ষে, কোহলির নামে চালু থাকা একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে পাকিস্তান দলের জন্য পার্টি আয়োজন সংক্রান্ত ভিরাট কোহলির টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর বিষয়ে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে পাকিস্তান দলের জন্য পার্টি আয়োজন সংক্রান্ত ভিরাট কোহলির টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Virat Kohli: Parody Account Tweet
- Virat Kohli: X Account