বৃহস্পতিবার, মার্চ 28, 2024
spot_img

সাকিবকে নিয়ে কেন উইলিয়ামসনের উক্ত উক্তিটি ভুয়া

সম্প্রতি “আমাদের দলে সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার থাকলে আমরা আরো আগেই বিশ্বকাপ জিততে পারতাম: কেন উইলিয়ামস” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে কেন উইলিয়ামসন এর মন্তব্য দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া উক্তিটি ভিত্তিহীন বরং কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই এটি ছড়ানো হচ্ছে।

ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২৮ সেপ্টেম্বর Mohammad Ashraful (ash…98) নামে একটি ফেসবুক গ্রুপে প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

তবে পোস্টটিতে কোনো তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ফেসবুকে ভাইরাল হওয়া অন্যান্য পোস্টগুলোর কমেন্টবক্স বিশ্লেষণ করেও কোনো তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাকিব আল হাসানকে নিয়ে কেন উইলিয়ামসনের এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া মূলধারার জাতীয় পত্রিকা Bhorer Kagoj এ ২০২০ সালের ২১ মে “তামিমের শো’তে যা বললেন উইলিয়ামসন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এই প্রতিবেদনেও কোথাও তামিম ইকবাল ও কেন উইলিয়ামসনের আলোচনায় সাকিব আল হাসান প্রসঙ্গে কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে “’আমাদের দলে সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার থাকলে আমরা আরো আগেই বিশ্বকাপ জিততে পারতাম” শীর্ষক দাবিতে কেন উইলিয়ামনের উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে সাকিব আল হাসানকে নিয়ে কেন উইলিয়ামসনের এমন কোনো মন্তব্য কোথাও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে কেন উইলিয়ামসনের উদ্ধৃতিতে ফেসবুকে ছড়িয়ে পড়া উক্তিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img