ধানমন্ডি-৩২ নম্বরের পোড়ানোর ঘটনায় কাদের সিদ্দিকীর পুরোনো মন্তব্য সাম্প্রতিক দাবিতে প্রচার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরই প্রেক্ষিতে এর পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হয়, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপ‌তি কাদের সিদ্দিকী বলেছেন “ধানমন্ডি ৩২ যারা পুড়িয়েছে তাদের বিচার করতে হবে”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উল্লেখ্য যে, ফেস দ্য পিপল আলোচিত দাবিটি পোস্ট করার পর পরবর্তীতে তা সরিয়ে নেয়। তবে, ফেস দ্য পিপলের উক্ত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎক্ষনাৎ ছড়িয়ে পড়ে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারিতে ধানমন্ডি-৩২ এ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিয়ে কাদের সিদ্দিকী প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, প্রচারিত মন্তব্যটি ২০২৪ সালের ৯ আগস্ট টাঙ্গাইলে নিজ বাসভবন সোনার বাংলায় প্রেস ব্রিফিং করে কাদের সিদ্দিকী করেছিলেন যা সাম্প্রতিককালের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও ৫ ফেব্রুয়ারিতে ধানমন্ডি-৩২ এ হওয়া অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনার পরবর্তী সময়ে কাদের সিদ্দিকীর এরূপ কোনো প্রকাশ্য মন্তব্যের তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

তবে, সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ১০ আগস্টে “যারা ধানমন্ডি ৩২ পু‌ড়িয়েছে তাদের বিচার করতে হবে : কাদের সি‌দ্দিকী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, “কৃষক শ্রমিক জনতা লীগের সভাপ‌তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যারা ধানমন্ডি ৩২ পু‌ড়িয়েছে তাদের বিচার করতে হবে। বঙ্গবন্ধুর বা‌ড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করে এর বিচার করতে হবে। স‌ঠিক বিচার না করলে এই সরকারকেও তার জবাব‌দিহিতা করতে হবে। শুক্রবার (৯ আগস্ট) রাতে টাঙ্গাইলে নিজ বাসভবন সোনার বাংলায় প্রেস ব্রিফিং করে তিনি এসব কথা বলেন।”

এ বিষয়ে টাঙ্গাইল ভিত্তিক সংবাদমাধ্যম ‘সময় তরঙ্গ’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৯ আগস্টে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

উল্লেখ্য যে, বক্তব্যটির আগে ২০২৪ সালের ০৭ আগস্ট সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করেছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। মূলত সেসয়মকার পরিস্থিতির প্রেক্ষিতেই তিনি প্রায় ৬ মাস আগে আলোচিত মন্তব্যটি করেছিলেন।

তাছাড়া, আলোচিত দাবিটি ফেস দ্য পিপল নামের অনলাইন প্ল্যাটফর্মটি তাদের ফেসবুক পেজে প্রকাশ করলেও পরবর্তীতে তা সরিয়ে নিয়ে কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারীর বরাতে প্রকাশ করে, “ধানমন্ডি ৩২ নিয়ে কাদের সিদ্দিকী সম্প্রতি কোন বক্তব্য দেননি”।

সুতরাং, প্রায় ৬ মাস পূর্বে ধানমন্ডি-৩২ নম্বরের পোড়ানোর ঘটনা নিয়ে গত ৯ আগস্টে দেওয়া কাদের সিদ্দিকীর বক্তব্যকে সম্প্রতি গত ৫ ফেব্রুয়ারিতে ধানমন্ডি-৩২ এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে কাদের সিদ্দিকীর বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img