অন্তত গত ১৭ সেপ্টেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “এই মুহূর্তে রাজধানীর মতিঝিল থেকে আলোচিত সাংবাদিক মাসুদ কামালকে গ্রেপ্তার করছে সুদী ইউনুছের পুলিশ”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ২ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাংবাদিক মাসুদ কামালকে গ্রেফতার করা হয়নি। প্রকৃতপক্ষে, রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের একটি পুরোনো ভিডিও প্রচার করে সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতার দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে ‘দৈনিক রাজশাহী সংবাদ’ নামক ফেসবুক পেজে ২০২৩ সালের ১১ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশনে এটিকে ‘নগরীরতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। রাজশাহী শহরের রাস্তাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলমান।’ সম্পর্কিত চিত্র বলে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে সাংবাদিক মাসুদ কামালের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে অ্যাকাউন্টটি থেকে ১৮ সেপ্টেম্বর দুপুর ২ টায় একটি পোস্ট প্রচার হতে দেখা যায়। পোস্টটিতে মাসুদ কামাল বলেন, “গতকাল মধ্যরাত থেকে অনেকগুলো ফোন এসেছে আমার নাম্বারে, আমার স্ত্রীর নাম্বারে। সবাই জানতে চেয়েছেন, আমি ঠিক আছি কিনা! আমার ঠিক থাকা না-থাকার প্রশ্ন ওঠছে কেন? কারণ— ফেসবুকের একটা গুজব। যেখানে বলা হয়েছে মধ্যরাতে নাকি আমাকে গ্রেপ্তার করা হয়েছে! গুজবটার কিছু বাস্তবিক সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কথা বলার অপরাধে (?) সাংবাদিক পান্না কিংবা অধ্যাপক কার্জনকে তো এখনও জেলে থাকতে হচ্ছে! তারপরও এ ধরনের গুজব বা ঘটনাকে আমি পাত্তা দিই না।…”
অর্থাৎ, মাসুদ কামাল নিজেই আলোচিত দাবি গুজব বলে জানিয়েছেন।
এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মাসুদ কামালের গ্রেপ্তার হওয়ার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এর আগেও আইনজীবী জেড আই খান পান্না গ্রেপ্তারের দাবিতে প্রচার করা হলে সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, সাংবাদিক মাসুদ কামালকে গ্রেপ্তার করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক রাজশাহী সংবাদ – Facebook Post
- Masood Kamal – Facebook Post
- Rumor Scanner’s analysis