গত ১৬ জুলাই ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা গোপালগঞ্জে যান। তবে তাদের পৌঁছানোর আগেই সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর ঘটে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে, গোপালগঞ্জে লাশ পড়ে থাকার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জের নয়। বরং, এটি গত বছরের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে গত ৯ জুলাই গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশি হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন পাওয়া যায়। সেখানে দেখানো ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওটির স্থান মিলে যায়।

বিবিসির প্রতিবেদনে দেখানো ভিডিওটি একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ হিসেবে প্রতীয়মান হয়, যেখানে ২০২৪ সালের ৫ আগস্ট তারিখ ও দুপুর ২টা ৫৩ মিনিটের সময় দেখা যায়।
এছাড়া, গত ১৪ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত ‘৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র’ শীর্ষক প্রতিবেদনেও একই স্থানের ভিডিও দেখানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, গুলির তীব্রতা কমে এলে বেঁচে যাওয়া আতঙ্কিত মানুষরা একটি সরু গলিতে আহত ও নিহতদের সহায়তা করতে শুরু করেন।
প্রতিবেদনের প্রতিবেদনের ওই অংশে লুঙ্গি ও পাঞ্জাবি পরা এক রক্তাক্ত ব্যক্তির মরদেহ দেখা যায়, যা আলোচিত ভিডিওতেও দেখা গেছে।

অর্থাৎ, ভিডিওটি গোপালগঞ্জের নয়; এটি গত বছরের আগস্টে যাত্রাবাড়ী এলাকার দৃশ্য।
সুতরাং, গত বছরের যাত্রাবাড়ীর ভিডিওকে গোপালগঞ্জে লাশ পড়ে থাকার দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।