শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শূন্য ভোট পাননি

সম্প্রতি, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস শূন্য ভোট পেয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বরিশাল সিটি করপোরেশন(বিসিসি) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস শূন্য ভোট পাওয়ার দাবিটি সত্য নয় বরং গত ১২ জুন অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ৬ হাজার ৬৬৫ ভোট পেয়েছেন।

ভুলের সূত্রপাত 

বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন – ২০২৩ এর ফলাফলের লাইভ(আর্কাইভ) সংবাদ প্রকাশ করতে গিয়ে লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের ফল অনুযায়ী নৌকা ও হাতপাখা প্রতীকের প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা বেশ কয়েকবার হালনাগাদ করলেও জাতীয় পার্টির প্রার্থীর ভোট সংখ্যা শূন্য দেখিয়েছে। সর্বশেষ মোট ১২৬ কেন্দ্রের ফলাফলেও দীপ্ত টিভিতে তাপসের প্রাপ্ত ভোটের সংখ্যা শূন্য দেখানো হয়।

Image Collage: Rumor Scanner 

পরবর্তীতে, দীপ্ত টিভির ফেসবুক পেজে প্রচারিত সেই লাইভের স্ক্রিনশট নিয়ে ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস শূন্য ভোট পেয়েছেন’ শীর্ষক দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

নির্বাচনে কত ভোট পেয়েছেন ইকবাল হোসেন তাপস?

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে প্রথম আলোতে গত ১২ জুন “নৌকার খায়ের আবদুল্লাহ বরিশালের মেয়র” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস মেয়র নির্বাচনে ৬ হাজার ৬৬৫ টি ভোট পেয়েছেন। 

Screenshot from ‘Prothom Alo’

এছাড়া অনলাইন পোর্টাল বিডিনিউজ২৪ এ একইদিনে “বরিশাল সিটি নির্বাচনে নৌকা জিতল ৫৩ হাজার ভোটে” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘Bdnews24’

পরবর্তীতে ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে ‘খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ১২-০৬-২৩’ এ খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচন – ২০২৩ এর রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবিরের স্বাক্ষরিত ফলাফল শিট খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

ফলাফল শিটেও জাতীয় পার্টি থেকে মনোনীত মেয়র প্রার্থী মোঃ ইকবাল হোসেন তাপসের ভোট সংখ্যা সম্পর্কে একই তথ্য জানা যায়। 

Image: Primary Result of BCC Election2023

মূলত, গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন – ২০২৩ এ লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ৬ হাজার ৬৬৫ ভোট পেয়েছেন। তবে, মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম দীপ্ত টিভি তাদের ফেসবুক পেজে উক্ত নির্বাচনের ফলাফলের লাইভ সংবাদ প্রকাশ করতে গিয়ে লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের ফল অনুযায়ী নৌকা ও হাতপাখা প্রতীকের প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা বেশ কয়েকবার হালনাগাদ করলেও জাতীয় পার্টির প্রার্থীর ভোট সংখ্যা শূন্য দেখিয়েছে। সর্বশেষ মোট ১২৬ কেন্দ্রের ফলাফলেও চ্যানেলটিতে তাপসের প্রাপ্ত ভোটের সংখ্যা শূন্য দেখানো হয়। মূলত, সেই মুহূর্তের একটি ছবিই ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচন – ২০২৩ এ জাতীয় পার্টির প্রার্থী শূন্য ভোট পেয়েছেন’ দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচন – ২০২৩ এ আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ সিটির মোট ১২৬টি কেন্দ্রে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, পূর্বেও বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে  ইন্টারনেটে ভুল তথ্য প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস শূন্য ভোট পেয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img