সম্প্রতি, “বই উপহার পাবার খুশিতে হার্ট অ্যাটাক করলেন তরুন।”- শীর্ষক শিরোনামে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বই উপহার পাবার খুশিতে হার্ট অ্যাটাক করলেন তরুন।” শীর্ষক শিরোনামে যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির নাম ও লোগো উল্লেখ করা হয়েছে। ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ হিসেবে ১১ ফেব্রুয়ারী, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভির ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনেও ভিন্নতা পরিলক্ষিত হয়। প্রচারিত ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগোর পাশে বিচিত্র – বই ঘর, ফ্রি বই উপহার এবং ফ্রি বই উপহার ২.০ লেখা দেখতে পাওয়া যায়, যা যমুনা টিভির ফটোকার্ডগুলোতে থাকেনা।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত ফটোকার্ডটিতে থাকা ‘বই উপহার পাবার খুশিতে হার্ট অ্যাটাক করলেন তরুন’ শীর্ষক দাবির সপক্ষে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, বই উপহার পাবার খুশিতে হার্ট অ্যাটাক করলেন তরুন শীর্ষক দাবিতে শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television – Facebook Page
- Jamuna Television- website
- Jamuna TV- youtube