বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায় নিয়েছে তার সরকার। ভেঙে দেওয়া হয়েছে ১২তম জাতীয় সংসদ। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের শীর্ষনেতাদের দেশ ছাড়ার চেষ্টা বা আত্মগোপনে যাওয়ার খবর আসছে গণমাধ্যমে। এরই ধারাবাহিকতায় ০৫ আগস্ট থেকেই যমুনা টিভির আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে, বোরকা পড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি মাহবুবুল আলম হানিফ আটকের কোনো খবর গণমাধ্যমে আসেনি এবং যমুনা টিভিও একই দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
ভাইরাল এই দাবিটি প্রচার করা হয়েছে যমুনা টিভির ফটোকার্ডের আদলে। তারিখ লেখা রয়েছে ০৫ আগস্ট ২০২৪। সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ফেসবুক পেজে সেদিনের প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে কোনো ফটোকার্ডের অস্তিত্ব মেলেনি। যমুনার ওয়েবসাইট এবং অন্যান্য গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ না পেয়ে ফটোকার্ডে থাকা ছবিগুলোর বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। যাচাই করে দেখা যায়, ছবিগুলো ২০১৬ সালের। সে বছরের জুলাইতে সিরিয়ার সেনাবাহিনীর হাতে ধরা পড়ে তিন আইএস জঙ্গি। বোরকায় মুখ থেকে পা পর্যন্ত ঢেকে সন্তর্পণে পালাচ্ছিল ওই তিন আইএস ঘাতক। ছবিগুলো তাদেরই। এ সংক্রান্ত একটি সংবাদ দেখুন এখানে।
উল্লেখ্য, আওয়ামী নেতা মাহবুবুল আলম হানিফের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, বোরকা পড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ শীর্ষক দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Mtnews24: বোরকা পরে পালানোর সময় ধরা খেল তিন জঙ্গি
- Rumor Scanner’s own analysis