সম্প্রতি, “Islami Bank Bangladesh Limited – Ramadan gifts” শিরোনামে একটি ক্যাম্পেইনের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হয়ে এবং বিভিন্ন মেসেজিং এপে মেসেজের মাধ্যমে কপি-সেন্ড ও ফরোয়ার্ড হয়ে ছড়িয়ে পড়েছে।
উক্ত লিংক সম্বলিত ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রমজান উপলক্ষে ইসলামী ব্যাংক “Islami Bank Bangladesh Limited – Ramadan gifts. Through the questionnaire, you will have a chance to get 80000 taka” শীর্ষক কোনো ক্যাম্পেইনের আয়োজন করেনি এবং এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে কিছু প্রশ্নের উত্তর দিয়ে ৮০ হাজার টাকা পাওয়ার বিষয়টি মিথ্যা।
ক্যাম্পেইন লিংক ও সাইটটি পর্যবেক্ষণে দেখা যায় একটি ভুয়া ও ভুঁইফোঁড় ওয়েবসাইট থেকে ‘ইসলামী ব্যাংক’ এর নামে প্রশ্নোত্তরের মাধ্যমে ৮০ হাজার টাকা জিতে নেওয়ার সুযোগ শীর্ষক এ ক্যাম্পেইনটি চালানো হচ্ছে। মূলত ইসলামী ব্যাংকের মূল ওয়েবসাইট কিছুটা নকল করার চেষ্টা করে ইসলামি ব্যাংকের ওয়েবসাইট হিসেবে উপস্থাপন করে ভুয়া ওয়েবসাইট (আর্কাইভ) তৈরি করা হয়েছে।
বর্তমানে ইসলামী ব্যাংকের নামে ‘PLC’ রয়েছে এবং তাদের ওয়েবসাইটেও তার উল্লেখ রয়েছে। অপরদিকে ভুয়া ওয়েবসাইটটিতে পিএলসি’র উল্লেখ নেই।
লিংকে প্রবেশ করে দেখা যায় সেখানে “Congratulations, Islami Bank Bangladesh Limited – Ramadan gifts. Through the questionnaire, you will have a chance to get 80000 taka” লেখা প্রদর্শিত হয় এবং ৪টি প্রশ্ন উল্লেখ করা হয়েছে।’
প্রশ্নগুলো হলো-
- Do you know Islami Bank Bangladesh Limited?
- How old are you?
- How do you think of Islami Bank Bangladesh Limited?
- Are you male or female?
প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর দেখা যায় নতুন আরেকটি পেজে তারা একটি অভিনন্দনপত্র দেয় এবং সেখানে ‘আপনার পুরস্কার জিতে নেওয়ার একটি সুযোগ আছে। উপহার নিতে হলে আপনাকে সঠিক বক্স নির্বাচন করতে হবে এবং সর্বোচ্চ তিনবার চেষ্টা করে সঠিক বক্সটি থেকে উপহার নেওয়ার সুযোগ পাবেন’ এমনটা লেখা থাকে।
এরপর সঠিকভাবে বক্স বেছে নেওয়ার শর্তে ক্যাম্পেইনের লিংকটি ৫টি গ্রুপ এবং ২০ জন বন্ধুকে শেয়ার করতে বলা হয়। পাশাপাশি নিজের ঠিকানা প্রদান করে নিবন্ধন সম্পন্ন করে ৫ থেকে ৭ দিনের ভেতর উপহার দেওয়ার কথা বলা হয়।
এছাড়া ইসলামী ব্যাংক এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ রমজান উপলক্ষে ৮০ হাজার টাকার কোনো ক্যাম্পেইনের অস্তিত্ব পাওয়া যায়নি।
মূলত, একটি ভুয়া ওয়েবসাইট থেকে পবিত্র রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকের নাম করে প্রশ্নোত্তরের মাধ্যমে ৮০ হাজার টাকা ৫ থেকে ৭ দিনের ভেতর উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ক্যাম্পেইন লিংক ৫ টি গ্রুপ অথবা ২০ জনকে শেয়ার করতে বলা হচ্ছে এবং কেউ কেউ এটিকে ইসলামি ব্যাংকের আসল ক্যাম্পেইন হিসেবে নিয়ে বিশ্বাস করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে স্ক্যাম লিংকটি ছড়িয়ে দিচ্ছে।
সাম্প্রতিক সময়ে রমজান উপলক্ষে প্রশ্নোত্তরের মাধ্যমে ৮০ হাজার টাকা উপহার দেওয়ার এই ভুয়া ক্যাম্পেইন আড়ং এর নামেও প্রচার করা হয়েছিল। যা স্ক্যাম শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, রমজান উপলক্ষে ইসলামী ব্যাংক ৮০ হাজার টাকা উপহার দেওয়ার ক্যাম্পেইনটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
- Islami Bank- Facebook Page
- Islami Bank- Website
- Rumor Scanner’s Analysis