ইরানের বাস স্টপেজ দাবিতে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে একটি শৈল্পিক বাস স্টপেজের ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে, ছবিটি ইরানের একটি বাস স্টপেজের ছবি। 

উক্ত দাবিতে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরানের বাস স্টপেজের ছবি দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘Pooriya Zamani’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে হুবহু একই ছবি পাওয়া যায়।

ওই পোস্টে আলোচিত ছবিটির পাশাপাশি একই ধাঁচের আরও অসংখ্য ছবি দেখা যায়। পর্যবেক্ষণে দেখা যায়, পোস্টের প্রতিটি ছবিতে একটি শৈল্পিক প্যাটার্ন ফুটে উঠেছে। ওই ইন্সটাগ্রাম পোস্টের বিবরণ থেকে জানা যায়, ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। 

বিষয়টি অধিকতর নিশ্চিত করার জন্য রিউমর স্ক্যানার টিম ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম সাইট ইঞ্জিন ব্যবহার করে ছবিটি বিশ্লেষণ করে। সাইট ইঞ্জিনের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৪% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ছবি ইরানের বাস্তব বাস স্টপেজের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img