মণ্ডপে মুসলিম ব্যক্তির প্রণামের ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

গতকাল প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুরসহ বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসবের মধ্যে মণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে এক মুসলিম ব্যক্তির প্রণামের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে মুসলিম ব্যক্তির প্রণামের আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটি ভারতের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে Mustafa Kamal Azhari নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ অক্টোবর তারিখে তারিখে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে দেবী দুর্গার কাছে আশীর্বাদ ও শক্তি প্রার্থনা করতে দেখা যায়।

Comparison : Rumor Scanner

উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে গত ১০ অক্টোবর তারিখে প্রণামরত অবস্থায় উক্ত ব্যক্তির একাধিক ছবি পোস্ট হতে দেখা যায়। ছবিগুলো পোস্ট করে অসমীয়া ভাষায় (ভারতের মূলত আসাম রাজ্যে ব্যবহৃত ভাষা) ক্যাপশনে লেখা হয়, “আজ জগৎজননী মা দুর্গার শ্রীচরণে প্রার্থনা করতে পেরে আমি ধন্য। দীর্ঘ দিনের মনের আশা পূরণ হল। জয় মা দূর্গা।” তাছাড়া, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি ভারতের আসামের উত্তর লখিমপুরে থাকেন এবং তিনি একজন মুসলিম।

পাশাপাশি, আসাম ভিত্তিক সংবাদমাধ্যম Reporter NE’তেও এ বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

সুতরাং, ভারতে মণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে এক মুসলিম ব্যক্তির প্রণামের ভিডিওকে বাংলাদেশের ভিডিও বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img