বুধবার, আগস্ট 27, 2025

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের 

সম্প্রতি, “রাজশাহীতে প্রকাশ‍্য আওয়ামীলীগ নেতাকে লক্ষ্যে করে, পিস্তল দিয়ে গুলি করছে বিএনপির এমপি প্রার্থী। প্রশাসন শুধু কি আওয়ামীলীগের লোকজনদের দেখে এগুলো কিছুই দেখে না। ফ‍্যাসিস্ট ইউনুছ বাহিনী সারাদেশে সন্ত্রাসের স্বর্গরাজ্য গড়ে তুলেছে..” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপির এমপি প্রার্থীর গুলি করার দৃশ্যের নয় বরং, এটি ২০২০ সালে ভারতের মুর্শিদাবাদে জমিজমা সংক্রান্ত বিষয়ে তৃণমূল নেতার গুলি চালানোর ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতের স্থানীয় গণমাধ্যম ‘The Darjeeling Chronicle’ এর ফেসবুক পেজে ২০২০ সালের ৩১ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, মুর্শিদাবাদ জেলার ডোমকলে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে স্থানীয় তৃণমূল কর্মী আনোয়ার সাঈদকে আহত করেছে দুর্বৃত্তরা। আহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি করে এই হামলায় তৃণমূলের বিপরীত গোষ্ঠী জড়িত। 

উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক  কি ওয়ার্ড সার্চ করে একই তারিখে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার এর ওয়েবসাইটে  “প্রকাশ্যে গুলি, অভিযুক্ত তৃণমূল নেতা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ফুটপাতে তৈরি দোকান ঘরের চালার কোন দিকে ঢাল হবে, তা নিয়েই দিন কয়েক থেকে ডোমকল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা চলছিল। আর সেই ঝামেলায় জড়িয়ে ২০২০ সালের ৩১ আগস্ট প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বাবলাবোনা এলাকার বুথ সভাপতির আসাদুল ইসলাম সহ তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ তার ছোড়া গুলিতে জখম হয়েছেন রঘুনাথপুরের বাসিন্দা সাঈদ আনোয়ার নামে এক যুবক। 

অর্থাৎ, প্রকাশ্যে গুলি চালানোর এই ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, ২০২০ সালে ভারতের মুর্শিদাবাদে জমিজমা সংক্রান্ত বিষয়ে তৃণমূল নেতার গুলি চালানোর ভিডিওকে রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপির এমপি প্রার্থীর গুলি করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img