ধর্ষণ ও হত্যা বিচারের দাবিতে শহীদ মিনারে ইলিয়াস কাঞ্চনের প্রতিবাদ দাবিতে টেলিফিল্মের দৃশ্য প্রচার

সম্প্রতি ‘ধর্ষন ও হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন!’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হচ্ছে৷ ভিডিওতে ইলিয়াস কাঞ্চনের গলায় একটি কালো ফলকে ‘আমিই কোহিনূরের বাবা কোহিনূর আমার মেয়ে আমি তার ধর্ষণ ও হত্যার বিচার চাই।’ লিখা দেখা যায় এবং তাকে একটি মশাল ও পানির বোতল হাতে ‘আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ের ধর্ষণকারীর বিচার চাই’ বলতে শোনা যায়৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷  

উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিবাদ দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। বরং, এটি একটি টেলিফিল্মের দৃশ্য, যা বাস্তব দাবিতে প্রচারিত হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ২০২১ সালের ০৫ মে ‘I really liked my character’: Ilias Kanchan’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল দেখা যায়। 

Comparison: Rumor Scanner 

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে ইলিয়াস কাঞ্চনের গলায় ‘আমিই কোহিনূরের বাবা কোহিনূর আমার মেয়ে আমি তার ধর্ষণ ও হত্যার বিচার চাই।’ লিখা কালো ফলক ও এক হাতে একটি বাঁশের মশাল রয়েছে। ছবিতে থাকা এ সকল বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার ভিত্তিতে বলা যায়, উক্ত ছবি ও আলোচিত ভিডিওটি একই ঘটনার চিত্র৷ 

প্রতিবেদন সূত্রে জানা যায়, উক্ত ছবিটি ওটিটি প্লাটফর্ম বঙ্গ বিডির ‘বেসড অন বুকস’ প্রজেক্টের টেলিফিল্ম ‘মরণোত্তম’ এর একটি দৃশ্যের। টেলিফিল্মটি সে বছর ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিল৷ 

পরবর্তীতে, বঙ্গ বিডির অফিশিয়াল ফেসবুক পেজে ২০২১ সালের ০৩ মে প্রকাশিত পোস্টে আলোচিত ভিডিওর মতো সাজসজ্জায় ইলিয়াস কাঞ্চনের একটি ছবির ক্যাপশন থেকেও একই তথ্য জানা যায়। 

Screenshot: Facebook 

এছাড়া, পেজটি থেকে একই বছরের ১১ মে প্রকাশিত একটি ট্রেলারে আলোচিত দৃশ্যটির অনুরূপ দৃশ্য দেখা গিয়েছে৷  

Screenshot: Facebook 

অর্থাৎ, আলোচিত ভিডিওচিত্রের দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি ‘মরণোত্তম’ নামক টেলিফিল্মের দৃশ্য।

সুতরাং, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিবাদ দাবিতে তার অভিনীত একটি টেলিফিল্মের দৃশ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img