সম্প্রতি ‘ধর্ষন ও হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন!’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হচ্ছে৷ ভিডিওতে ইলিয়াস কাঞ্চনের গলায় একটি কালো ফলকে ‘আমিই কোহিনূরের বাবা কোহিনূর আমার মেয়ে আমি তার ধর্ষণ ও হত্যার বিচার চাই।’ লিখা দেখা যায় এবং তাকে একটি মশাল ও পানির বোতল হাতে ‘আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ের ধর্ষণকারীর বিচার চাই’ বলতে শোনা যায়৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিবাদ দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। বরং, এটি একটি টেলিফিল্মের দৃশ্য, যা বাস্তব দাবিতে প্রচারিত হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ২০২১ সালের ০৫ মে ‘I really liked my character’: Ilias Kanchan’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল দেখা যায়।

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে ইলিয়াস কাঞ্চনের গলায় ‘আমিই কোহিনূরের বাবা কোহিনূর আমার মেয়ে আমি তার ধর্ষণ ও হত্যার বিচার চাই।’ লিখা কালো ফলক ও এক হাতে একটি বাঁশের মশাল রয়েছে। ছবিতে থাকা এ সকল বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার ভিত্তিতে বলা যায়, উক্ত ছবি ও আলোচিত ভিডিওটি একই ঘটনার চিত্র৷
প্রতিবেদন সূত্রে জানা যায়, উক্ত ছবিটি ওটিটি প্লাটফর্ম বঙ্গ বিডির ‘বেসড অন বুকস’ প্রজেক্টের টেলিফিল্ম ‘মরণোত্তম’ এর একটি দৃশ্যের। টেলিফিল্মটি সে বছর ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিল৷
পরবর্তীতে, বঙ্গ বিডির অফিশিয়াল ফেসবুক পেজে ২০২১ সালের ০৩ মে প্রকাশিত পোস্টে আলোচিত ভিডিওর মতো সাজসজ্জায় ইলিয়াস কাঞ্চনের একটি ছবির ক্যাপশন থেকেও একই তথ্য জানা যায়।

এছাড়া, পেজটি থেকে একই বছরের ১১ মে প্রকাশিত একটি ট্রেলারে আলোচিত দৃশ্যটির অনুরূপ দৃশ্য দেখা গিয়েছে৷

অর্থাৎ, আলোচিত ভিডিওচিত্রের দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি ‘মরণোত্তম’ নামক টেলিফিল্মের দৃশ্য।
সুতরাং, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিবাদ দাবিতে তার অভিনীত একটি টেলিফিল্মের দৃশ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Business Standard – I really liked my character’: Ilias Kanchan
- Bongo – Facebook Post
- Bongo – Facebook Post