চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেননি ইলিয়াস কাঞ্চন 

সম্প্রতি, “অতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে, না হলে ইউনূস সরকার টিকতে পারবে না” শীর্ষক মন্তব্য নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন করেছেন দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন  এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেননি। প্রকৃতপক্ষে, সাম্প্রতিক সময়ে কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা, আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, অন্তবর্তীকালীন সরকার, উপদেষ্টা এবং বর্তমান পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে ইলিয়াস কাঞ্চন গত ২৫ নভেম্বর তার ফেসবুক পেজে লাইভে কথা বলেন। উক্ত লাইভ ভিডিও থেকে খন্ডিত অংশ নিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে ইলিয়াস কাঞ্চনের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৫ নভেম্বর একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর ০৩:১৮ থেকে ০৩:২৭ সেকেন্ড এবং ০৭:১৯ থেকে ০৭:২৮ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা ইলিয়াস কাঞ্চনের ভিডিও ক্লিপের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনার কথা বলার এক পর্যায়ে গত ২৫ তারিখ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে ঢাকার শাহবাগে সনাতনীরা বিক্ষোভ এবং সেই বিক্ষোভে ধাওয়া ও সংঘর্ষের কথা উল্লেখ করতে গিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, “আজকে তো আবার ইসকনের একজনকে ধরলো সেটা নিয়েও দেখেন কি অবস্থা শাহবাগে, কি কি ঘটনাগুলো ঘটতেছে”

এছাড়া, পুরো ভিডিও পর্যবেক্ষণ করে ইলিয়াস কাঞ্চনকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে কোনো কথা বলতে দেখা যায়নি।

ভিডিওটিতে, সাম্প্রতিক সময়ে কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা, আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, অন্তবর্তীকালীন সরকার, উপদেষ্টা এবং বর্তমান পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় ইলিয়াস কাঞ্চনকে।

সুতরাং, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Ilias Kanchan: Facebook Video
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img