সম্প্রতি কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনালে কলোম্বিয়ার সাথে লড়াইয়ে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের ৬৬ মিনিটে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। বাকি খেলা চলাকালীন সাইডবেঞ্চে বসে কাঁদতেও দেখা যায় তাকে। এরই প্রেক্ষিতে, মেসির আঘাতপ্রাপ্ত গোড়ালির দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি লিওনেল মেসির গোড়ালির নয় বরং এটি বহু বছর ধরে ভিন্ন দুই আর্জেন্টাইন খেলোয়াড়ের আঘাত পাওয়া গোড়ালির ছবি দাবিতে ইন্টারনেটে রয়েছে। তাছাড়া, মেসি তার ডান গোড়ালিতে আঘাত পেলেও ছবিটি বাম গোড়ালির। এছাড়াও, প্রচারিত ছবিতে দেখানো বুটের সাথে ফাইনালে মেসির ব্যবহৃত বুটের মিল নেই।
এ বিষয়ে অনুসন্ধানে ইএসপিএনের ফেসবুক পেজে কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনালে মেসির পায়ে আঘাত পাওয়ার ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবি পর্যবেক্ষণ করলে দেখা যায়, মেসি তার ডান গোড়ালিতে আঘাত পেয়েছেন। কিন্তু প্রচারিত ছবিটিতে বাম গোড়ালি আঘাতপ্রাপ্ত দেখানো হচ্ছে। এছাড়াও, প্রচারিত ছবিতে দেখানো বুটের সাথে ফাইনালে মেসির ব্যবহৃত বুটের মিল নেই।
পরবর্তীতে, প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ২০২২ সালের ২২ নভেম্বর ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান মিসবার’র একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়, আঘাতপ্রাপ্ত গোড়ালির ছবিটি মেসির নয় বরং ১৯৯০ সালের বিশ্বকাপে ম্যারাডোনার আঘাত পাওয়া গোড়ালির ছবি।
তবে আর্জেন্টিনারাহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ২০২০ সালে প্রকাশিত কিছু সংবাদের (১, ২, ৩) বরাতে জানা যায়, প্রচারিত ছবিটি ম্যারাডোনার কিংবা ১৯৯০ বিশ্বকাপেরও নয়। ছবিটি হুয়ান মার্সেলো ওজেদা নামের একজন আর্জেন্টাইন খেলোয়াড়ের। তিনি ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি রোজারিও সেন্ট্রালের হয়ে খেলতে নেমে বাম পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ার পর তাকে বদলি করা হয় এবং প্রচারিত ছবিটি তখনকার। তবে, প্রচারিত ছবিটির ফটোগ্রাফারের বিষয়ে কিছু জানা যায়নি।
এসব প্রতিবেদনে দাবি করা হয়, ২০১০ সালে ঐ ছবি নিয়ে একটি স্পোর্টস চ্যানেলে বিশ্বকাপের প্রচারণা চালানো হলে ছবিটি ম্যারাডোনার ১৯৯০ বিশ্বকাপে গোড়ালিতে আঘাত পাওয়ার ছবি দাবিতে প্রচার হতে থাকে।
মূলত, সম্প্রতি কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনালে কলোম্বিয়ার সাথে লড়াইয়ে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সে ম্যাচে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মেসির আঘাতপ্রাপ্ত গোড়ালির দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ছবিটি সাম্প্রতিক সময়ের বা মেসির নয়। আলোচিত গোড়ালির এই ছবিটি বহু বছর ধরেই ইন্টারনেটে রয়েছে এবং বিভিন্ন সময়ে এটি দুই আর্জেন্টিনার খেলোয়াড়ের পায়ের দৃশ্য দাবিতে প্রচার করা হয়। এছাড়াও মেসি তার ডান গোড়ালিতে আঘাত পেলেও যে ছবিটি প্রচার করা হচ্ছে তা বাম গোড়ালির। এছাড়াও, প্রচারিত ছবিতে দেখানো বুটের সাথে ফাইনালে মেসির ব্যবহৃত বুটের মিল নেই। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ছবিটি সাম্প্রতিক সময় কিংবা মেসির নয়।
সুতরাং, বহু বছর ধরে ইন্টারনেটে থাকা আর্জেন্টাইন খেলোয়াড়ের আঘাত পাওয়া গোড়ালির দৃশ্য দাবিতে একটি ছবিকে কোপা আমেরিকা ২০২৪ এ মেসির আঘাত পাওয়া গোড়ালির ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ESPN FC: Facebook Post
- Bleacher Report Football: Facebook Post
- Misbar: This Photo Does Not Show Messi’s Swollen Ankle
- La Nacion: The story behind “the photo of Maradona’s ankle in Italy 90” that is not of Maradona
- MDZ: The viral photo of Maradona that made the myth grow and it’s not of Maradona!
- El Comercio: La historia oculta sobre el ‘tobillo de Maradona en Italia 90’, que no es Diego
- Rumor Scanner’s Own Research