বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কত?

সম্প্রতি “প্রোগ্রামিং বিশ্বকাপে সবার উপরে এমআইটি, দেশসেরা বুয়েট ৪০তম” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন ডেইলি ক্যাম্পাস 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিংয়ের যে তালিকা পাওয়া যায় তা সঠিক নয় বরং প্রতিযোগিতার র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বুয়েট সহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং ভুলভাবে প্রচার করা হচ্ছে। 

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমেপ্রোগ্রামিং প্রতিযোগিতাটির আয়োজক ইন্টারন্যাশনাল কলজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) এর ওয়েবসাইটে ১০ নভেম্বর রাত ৮ টা ৫৬ মিনিটে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর “ICPC World Finals Dhaka final standings” শীর্ষক শিরোনামে প্রকাশিত  চূড়ান্ত র‍্যাংকিংয়ের তালিকা খুঁজে পাওয়া যায়। 

র‍্যাংকিংয়ের এই তালিকা থেকে দেখা যায়, ৪ স্কোর নিয়ে তালিকায় ৫১ তম অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), একই স্কোর নিয়ে ৫৬ তম অবস্থানে আছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৩ স্কোর নিয়ে ৮২ তম অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

২ স্কোর নিয়ে ৯৮ তম অবস্থানে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একই স্কোর নিয়ে তালিকায় ১০৭ তম অবস্থানে আছে বেসরকারি  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ১ স্কোর নিয়ে ১১৩ তম অবস্থানে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ(এআইইউবি)।

একই স্কোর নিয়ে ১১৯ ও ১২২ তম অবস্থানে আছে যথাক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও সরকারি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 

তবে অনলাইন গণমাধ্যম The Daily Campus ১০ নভেম্বর সন্ধ্যা ৬ টা ৬ মিনিটে “প্রোগ্রামিং বিশ্বকাপে সবার উপরে এমআইটি, দেশসেরা বুয়েট ৪০তম (আর্কাইভ)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রোগ্রামিং প্রতিযোগিতায় বাংলাদেশের বুয়েটের অবস্থাম ৪০ তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫২তম, ঢাকা বিশ্ববিদ্যালয় ৮২তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮৮তম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ৯৪তম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১০২তম, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়  ১১৪তম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২১তম।

পরবর্তীতে গণমাধ্যমটিতে একইদিনে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে “প্রোগ্রামিং বিশ্বকাপে চ্যাম্পিয়ন এমআইটি, অঞ্চলের সেরাতেও নেই বাংলাদেশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদনটিতে থেকে পাওয়া তথ্যের সঙ্গে আইসিপিসির ওয়েবসাইটে প্রদত্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর  র‌্যাংকিংয়ের মিল খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতায় বুয়েট ৫১তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫৬ তম, ঢাকা বিশ্ববিদ্যালয় ৮২ তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৯৮ তম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১০৭ তম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১১৩ তম, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ১১৯ তম এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ১২২তম অবস্থান অর্জন করেছে।

মূলত, গত ৬ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হওয়া ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) এর ৪৫ তম আসরে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩৭টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ৫১তম অবস্থান অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বাংলাদেশ থেকে অংশ নেওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫৬ তম, ঢাকা বিশ্ববিদ্যালয় ৮২ তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৯৮ তম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১০৭ তম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১১৩ তম, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ১১৯ তম এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ১২২তম। তবে আইসিপিসির ওয়েবসাইটে চূড়ান্ত র‍্যাংকিং প্রকাশের পূর্বে ওয়েবসাইটটিতে প্রদর্শিত তথ্যের ভিত্তিতে অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন গণমাধ্যমে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং নিয়ে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img