দুর্নীতি প্রসঙ্গে ইবনে বতুতার নামে ভুয়া উক্তি প্রচার

সম্প্রতি “দুর্নীতির অতল সাগরে কোন কিছুই টিকবে না। যাই দেবেন, যাই বলবেন, সব অতলে চলে যাবে। এমনকি আলো পর্যন্ত গিলে খাবে। – ইবনে বতুতা” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দুর্নীতি প্রসঙ্গে ইবনে বতুতার মন্তব্য দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া উক্তিটি ভিত্তিহীন বরং কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই এটি প্রচার করা হচ্ছে।

মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতার আসল নাম শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ। তিনি একাধারে একজন পর্যটক, বিচারক, চিন্তাবিদ, সুন্নি ইসলামের মালেকী মাযহাবের অনুসারী একজন ধর্মতাত্ত্বিক। 

ইবনে বতুতা তরুণ বয়সেই বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে। এরপর একটানা ৩০ বছর ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। এ সময় তিনি ভ্রমণ করেন ১,২০,০০০ কিলোমিটার। তৎকালে তিনি পৃথিবীর সকল মুসলিম সাম্রাজ্য ভ্রমণ করেন।

অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রেই আলোচিত উক্তিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 
তাছাড়া, তার লেখা ভ্রমণকাহিনী ‘Ibn Battuta’s Rihla’তেও কিওয়ার্ড সার্চ করে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

গুজবের সূত্রপাত কীভাবে?

ফেসবুক মনিটরিং টুলস ব্যবহার করে গত ১২ ডিসেম্বর ‘Mahbub Kabir Milon’ নামে একটি ভেরিফাইড ফেসবুক একাউন্টে এ সম্পর্কিত প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

তবে পোস্টটিতে কোনো তথ্যসূত্র উল্লেখ ছিল না। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া অন্যান্য পোস্টগুলোর কমেন্টবক্স বিশ্লেষণ করেও কোনো তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। 

খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত উক্তিটির প্রথম পোস্টদাতা জনাব মাহবুব কবির মিলন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি সর্বশেষ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। রেলওয়ের অনিয়ম-দুর্নীতি ঠেকাতে তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। তবে ২০২০ তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং ২০২১ সালের ১৪ ডিসেম্বর তিনি অবসরে যান। 

এ বিষয়ে জানতে পরবর্তীতে জনাব মাহবুব কবির মিলনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উক্ত উক্তিটির কোনো সূত্র নেই এবং ইবনে বতুতার এমন কোনো উক্তি নেই। 

অর্থাৎ, জনাব মাহবুব কবির মিলনও স্বীকার করেছেন যে আলোচিত উক্তিটি ইবনে বতুতার নয়।

মূলত, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে “দুর্নীতির অতল সাগরে কোন কিছুই টিকবে না। যাই দেবেন, যাই বলবেন, সব অতলে চলে যাবে। এমনকি আলো পর্যন্ত গিলে খাবে।” শীর্ষক দাবিতে ইবনে বতুতার উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে দুর্নীতি প্রসঙ্গে ইবনে বতুতার এমন কোনো মন্তব্য কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, এ বিষয়ে ফেসবুকে প্রথম পোস্টকারী জনাব মাহবুব কবির মিলনও উক্তিটি ইবনে বতুতার নয় বলে তিনি নিশ্চিত করেছেন । 

সুতরাং, দুর্নীতি প্রসঙ্গে ইবনে বতুতার উক্তি দাবিতে একটি উদ্ধৃতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img